Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ | বাংলা

শিরোনাম

গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  এফ রহমান ডিবেটিং ক্লাবের সভাপতি শাখাওয়াত, সম্পাদক আশিক বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines স্যার এ এফ রহমান: এক মহান শিক্ষকের গল্প ছয় সন্তানকে উচ্চ শিক্ষত করে সফল জননী নাজমা খানম ‘সুলতানার স্বপ্ন’ সাহিত্যকর্মটি কি নারীবাদী রচনা? কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন
Home / ক্যাম্পাস

বুয়েটে শিক্ষার্থী হত্যার দায় ছাত্রলীগের নয়: গোলাম রাব্বানী

রানার ডেস্ক
সোমবার, ০৭ অক্টোবর, ২০১৯ Print


26K

বুয়েটে নির্যাতনে শিক্ষার্থী নিহত হওয়ার দায় ছাত্রলীগের নয় বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সম্প্রতি অপসারিত হওয়া গোলাম রাব্বানী। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।  

গোলাম রাব্বানী লিখেছেন, 'দায়টা কোনভাবেই সংগঠনের নয়, সংগঠন তো শিক্ষা-শান্তি-প্রগতির মূলমন্ত্রে উজ্জীবিত হবার দীক্ষা দেয়; সত্য, সুন্দর, ইতিবাচকতা আর মানবিকতার জয়গান গাইতে শেখায়।'

দায়টা ব্যক্তি বিশেষের উল্লেখ করে তিনি লিখেছেন, 'তবে পরিতাপের বিষয়, এক মন দুধে কয়েক ফোটা গো-মূত্রের ন্যায় গুটিকয়েক বিপথগামী, প্রতিক্রিয়াশীলদের অপকর্মের দায়ভার পুরো সংগঠনের উপরই বর্তায়।'

নিজেকে আইনের ছাত্র পরিচয় দিয়ে তিনি আরো লিখেছেন, 'ঘটনা যাই হোক, আইনের ছাত্র হিসেবে এটুকু বুঝি, মার্ডার ক্যান নট বি জাস্টিফাইড বাই এনি মিনস! অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী! সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।'

প্রসঙ্গত, রোববার দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের শিক্ষার্থী আবরার ফাহাদকে তার কক্ষ  থেকে ডেকে নিয়ে নির্যাতন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে গভীর রাতে হলের দ্বিতীয় তলায় তার লাশ দেখতে পান শিক্ষার্থীরা। 

একাধিক সূত্রে জানা গেছে, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকতেন। 

তার পিতার নাম বরকত উল্লাহ। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গার গ্রামের বাড়ি থেকে রোববার ঢাকায় ফেরেন। আর রোববার দিবাগত রাতেই নির্যাতনের মুখে মৃত্যু হয় তার।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon