Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪ | বাংলা

শিরোনাম

গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  এফ রহমান ডিবেটিং ক্লাবের সভাপতি শাখাওয়াত, সম্পাদক আশিক বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines স্যার এ এফ রহমান: এক মহান শিক্ষকের গল্প ছয় সন্তানকে উচ্চ শিক্ষত করে সফল জননী নাজমা খানম ‘সুলতানার স্বপ্ন’ সাহিত্যকর্মটি কি নারীবাদী রচনা? কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন
Home / রাজনীতি

নিক্সন চৌধুরীকে মুক্তিযুদ্ধ মঞ্চের ২৪ ঘন্টার আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি
সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯ Print


36K

স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে তার বক্তব্যের জন্য  জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ সোমবার, (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক মো: আল মামুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করার লক্ষ্যে একাদশ জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নিক্সন চৌধুরী বক্তব্য দিয়েছে। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ মঞ্চের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটুক্তি করেছে। যা অত্যন্ত দুঃখজনক। একজন সংসদ সদস্যের নিকট এধরনের বক্তব্য কখনোই কাম্য নয়। জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দিয়ে তিনি শপথ ভঙ্গ করেছেন, সংসদ সদস্য পদে থাকার বৈধতা হারিয়েছেন। 

তিনি আরো বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কটূক্তি করাই প্রমাণ করে তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার বিরোধিতা করে স্বতন্ত্র পদে নির্বাচন করেন। তার সমর্থকদের দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, ভাংচুর, মামলা করেছেন। তার বিতর্কিত বক্তব্যের জন্য আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতির কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যথায় মুক্তিযুদ্ধ মঞ্চ কঠোর কর্মসূচী পালন করবে। শপথ ভঙ্গ করার অপরাধে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার দাবিতে খুব শীঘ্রই জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। 

তার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে আগামী  ১২ ডিসেম্বর  ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুলতানা ইসলাম বালা, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, জিয়া হল শাখার সভাপতি তৌহিদুল ইসলাম মাহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon