‘ভালো বই পড়া মানে গত শতাব্দীর মহৎ লোকের সঙ্গে আলাপ করা।’ — ফরাসি দার্শনিক র্যনে দেকার্ত
‘আপনি অন্তর দিয়ে ধর্মকে গ্রহণ করতে পারেননি। করলে দ্বীন, দরিদ্র এমনকি জীবন, জন্তুর প্রতিও আপনার একটা মমতাবোধ জন্মাতো।’ — গোলাম কাসেম ড্যাডি, বাংলাদেশী ফটোগ্রাফার ও গল্পকার
‘একজন ভাবতেন ধনিদের, বেশি ট্যাক্স দেয়া উচিত, অপেক্ষাকৃত দুর্ভাগাদের সাহায্য করার জন্য। অন্যজন বলতেন, যারা উৎপাদন করে, ট্যাক্স তাদের শাস্তি দেয়! এবং যারা উৎপাদন করে না, তাদের পুরস্কার দেয়।’ — রিচ ড্যাড পুওর ড্যাড বইতে রবার্ট টি. কিয়োসাকি
‘একজন বাবা পরামর্শ দিতেন, পরিশ্রম করে পরাশোনা করো, যাতে একটা ভাল কোম্পানির জন্য তুমি কাজ করতে পারো। অন্য জন পরামর্শ দিতেন, খেটে পড়াশুনা করো যাতে, একটা ভালো কোম্পানি তুমি কিনতে পারো।’ — রিচ ড্যাড পুওর ড্যাড বইতে রবার্ট টি. কিয়োসাকি
‘এম্পায়ার স্টেট বিল্ডিং বানাতে হলে মাটির গভীরে খুড়তে হয়, বেশির ভাগ মানুষ ৬ ইঞ্চি গভীরে খুড়ে এম্পায়ার স্টেট বিল্ডিং বানাতে চায়।’ — রিচ ড্যাড পুওর ড্যাড বইতে রবার্ট টি. কিয়োসাকি
‘বেশির ভাগ লোকের জন্য সবার সামনে দাঁড়িযে কথা বলা মৃত্যু ভয়ের চেয়েও বেশি ভয়াবহ। মনোবিজ্ঞানীদের মতে, জন সম্মুখে বলার ভয়ের কারণ সমাজ থেকে বহিস্কৃত হওয়ার ভয়, সবার থেকে আলাদা হবার ভয়, সমালোচোনার ভয়, হাসির পাত্র হবার ভয় এবং সমাজ থেকে নির্বাসিত হওয়ার ভয়। বাকিদের থেকে অন্য রকম হওয়ার ভয় মানুষের জন্য সব সমস্যার সমাধানের পথ খোঁজার ক্ষেত্রে বাঁধা তৈরি করে।’ — রিচ ড্যাড পুওর ড্যাড বইতে রবার্ট টি. কিয়োসাকি
‘সেই শিক্ষকের ক্লাস করা যাবে না, যার বয়স তার শিক্ষার্থীর চেয়ে বেশি হয়ে যায়। কারণ বৃদ্ধ কখনো তরুণের ভাষা বুঝে না।’ — মো. শাফায়েত উদ্দীন, মডারেটর, মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব
আরও পড়ুন আপনার মতামত লিখুন