Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ডাকসুর ভিপি নুরুল হকের অভিযোগ

“আলোচনা ছাড়াই জিএস নিজের পছন্দে সিনেট সদস্য নিয়োগ দিয়েছেন”

রানার ডেস্ক
শুক্রবার, ১৪ জুন ২০১৯ Print


কোন ধরণের আলোচনা ছাড়াই জিএস নিজের পছন্দ মাফিক সিনেট সদস্য হিসেবে ৫ জনের নাম উপাচার্য বরাবর প্রেরণ করেছে দাবি করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। ভিপির সম্মতি ও স্বাক্ষর ছাড়াই অনির্বাচিত ২ জনসহ ৫ জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

১৪ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে এসব কথা লিখেছেন নুরুল হক নুর। তিনি লিখেছেন- “ডাকসু থেকে à§« জন সিনেট সদস্য মনোনয়ন করা প্রসঙ্গে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুতে কোন আলোচনা বা মিটিং হয়নি। à§­à§© এর অধ্যাদেশ অনুযায়ী ডাকসু থেকে সিনেটে à§« জন সদস্য মনোনীত হয়।”

“ডাকসু থেকে কিভাবে à§« জন সদস্য মনোনীত হবে ডাকসুর গঠনতন্ত্রে তার কোন স্পষ্ট নির্দেশনা না থাকলেও বিগত ডাকসুর কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় যে ভিপি-জিএস অন্যদের সাথে আলোচনা করেই à§« জন সদস্যের নাম চূড়ান্ত করেছে।”

“ডাকসুর গঠনতন্ত্রে স্পষ্টভাবে বলা আছে, ‘ভিপি সংসদের প্রধান নির্বাহী’। à¦…থচ ডাকসুর সদস্যদের সাথে কোন ধরণের আলোচনা, মিটিং না করেই এমনকি ভিপির সম্মতি ও স্বাক্ষর ছাড়াই জিএস নিজের পছন্দ মাফিক, ডাকসুর নির্বাচিত সদস্যও নয় এমন অনির্বাচিত ২ জনসহ à§« জনের নাম উপাচার্য বরাবর প্রেরণ করে।”

“উপাচার্য স্যারকে বিষয়টি অবহিত করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এমন একটি বিতর্কিত প্রস্তাব গৃহীত হওয়া সম্পূর্ণ বেআইনি এবং নীতি বর্হিভূত। বরং এর মধ্যে দিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে ছাত্রলীগের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনৈতিক সমর্থনের বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও স্পষ্ট হয়েছে।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon