Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় দিবসে স্বতন্ত্র জোটের উপহার

হেরে গিয়েও থেমে নেই তারা, শিক্ষার্থীদের দিলেন লাল বাস অ্যাপ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৬ জুলাই, ২০১৯ Print


ডাকসু নির্বাচনে হেরে গেলেও নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে স্বতন্ত্র জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'লাল বাস' নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার ঘোষণা দিয়েছেন তারা। à¦à¦‡ অ্যাপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত থাকা বাসগুলোর অবস্থান তাৎক্ষণিকভাবে ম্যাপে দেখা যাবে। সেই সঙ্গে সবগুলো রুটের বাসের শিডিউলও দেখা যাবে এটি ব্যবহার করে। পাশাপাশি কোনো বাস নিকটবর্তী এলাকায় চলে এলে এলার্মের মাধ্যমে বাসের জন্য অপেক্ষমাণ শিক্ষার্থীকে সতর্কবার্তা দিবে অ্যাপটি। 

‌এই মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরী করেছেন স্বতন্ত্র জোট থেকে ডাকসু নির্বাচনে ছাত্র পরিবহন সম্পাদক পদে অংশ নেওয়া কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্র তাওহিদ তানজিম। তার সঙ্গে সহযোগী à¦¹à¦¿à¦¸à§‡à¦¬à§‡ কাজ করেছেন কম্পিউটার প্রকৌশল বিভাগের আরেক শিক্ষার্থী সাকিব জোবায়েদ। নির্বাচনের আগে স্বতন্ত্র জোট তাদের নির্বাচনী ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অ্যাপভিত্তিক পরিবহনব্যবস্থা চালু করার কথা জানিয়েছিল। তবে নির্বাচনে এই জোটের কোন প্রার্থী জয় লাভ না করলেও ইশতেহার রক্ষায় তারা এই অ্যাপটি চালু করেছেন বলে জানা গেছে।

à§§ জুলাই, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষ থেকে লাল বাস মোবাইল অ্যাপটি চালু করার কথা জানান স্বতন্ত্র জোটের হয়ে কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ওমর ফারুক। এ সময় জোটের মুখপাত্র হিসেবে পরিচিত অরণি সেমন্তি খানসহ শাফি আব্দুল্লাহ, চয়ন বড়ুয়া, জুহায়ের আনজুম, ডি এম রহিস উজ জামান, রাকা আজিজ, ফাহাদ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, ''স্বতন্ত্র জোট শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে তৈরী করা হয়েছে এই অ্যাপ। আজ ১ জুলাই থেকে এই অ্যাপটি ইনস্টল করা যাচ্ছে গুগল প্লে স্টোর থেকে ( https://bit.ly/2XgrAPW )। প্রথমিকভাবে শুধুমাত্র এন্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এটি বিনামূল্যে ইনস্টল ও ব্যবহার করা যাবে। বাসের সময়সূচী এবং রুট অফলাইনে দেখা যাবে। তবে কোন বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে হলে ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে। প্রতিটি বাসের রুট এনিমেশনের মাধ্যমে ম্যাপে দেখতে পাবেন ব্যবহারকারীরা। এছাড়া অ্যাপটি ব্যবহার করে রাস্তার ট্রাফিকের অবস্থাও জানা যাবে।''

তিনি জানান, ‌‌''অ্যাপটিতে দুটি মোড আছে। এডমিন মোড ও ইউজার মোড। বাসে থাকা এডমিনের মোবাইল থেকে ডাটা সংগ্রহ করে ব্যবহারকীরেদেরকে বাসটির অবস্থান দেখাবে ‌'লাল বাস' অ্যাপ। ঢাকা শহরে রাস্তায় ট্রাফিকের অবস্থা বোঝা দায়। শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে আসার সময় তাই বাসের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় ধরে। কিন্তু এই অ্যাপের মাধ্যেমে বাস ছেড়ে আসার পর থেকে সেটিকে ম্যাপে দেখা যাবে এবং বাস কাছাকাছি এলে এলার্ম শুনে শিক্ষার্থীরা বাসের জন্য প্রস্তুত হতে পারবে। এমনকি বাস ঠিক কতদূর থাকলে এলার্মটি বাজবে,  à¦¤à¦¾ নিজের ইচ্ছে মত ঠিক করতে পারবেন ব্যবহারকারীরা।'' সংবাদ সম্মেলন থেকে অ্যাপটিকে আরো বেশি কার্যকর করে তোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করছে রাজনৈতিক দল নিরপেক্ষ শিক্ষার্থীদের জোট ‌'স্বতন্ত্র জোট' ।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon