Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

পরিচ্ছন্নতা অভিযান শুরু

সেরা পরিচ্ছন্ন রুমকে পুরস্কৃত করবে এফ রহমান হল সংসদ

ঢাবি প্রতিনিধি
শনিবার, ০৫ অক্টোবর, ২০১৯ Print


"আমাদের হল আমরাই রাখিব সুন্দর" এই শ্লোগানকে ধারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ। শনিবার বেলা ১০টায় স্যার এ এফ রহমান হল প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি কে এম সাইফুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আবাসিক শিক্ষার্থীদের নিয়ে হল সংসদের সদস্যবৃন্দ হলের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান চালান। প্রতিটি কক্ষের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা জঞ্জাল ও ময়লা পরিষ্কার করেন শিক্ষার্থী ও হল সংসদের সদস্যবৃন্দ। 

স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদের ভিপি আব্দুল আলিম খান বলেন, শিক্ষার্থীদের মননশীল ও রুচিশীল হিসেবে গড়ে তোলার জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে প্রতি মাসেই চলবে। আমরা আমাদের হল সংসদের ৫ম কার্যনির্বাহী সভায় প্রতি মাসের প্রথম শনিবার এই কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছি। 

যে রুমটি সবচেয়ে সুন্দর ও পরিপাটি থাকবে এমন রুমকে পুরষ্কৃত করা হবে বলে জানিয়ে হল সংসদের জিএস আব্দুর রহিম সরকার জানান, আমরা হল সংসদের নির্বাচিত হওয়ার পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদেরকে একটি আধুনিক ও মনোমুগ্ধকর হল উপহারে আমরা বদ্ধপরিকর। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ইতিমধ্যেই পুরষ্কার ঘোষণা করেছি এবং শিক্ষার্থীরা যেন ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে এজন্য তাদের সঙ্গে কথা বলেছি।

শিক্ষার্থীদের হল জন্যই হল প্রশাসন এমন মন্তব্য করে হল প্রাধ্যক্ষ কে এম সাইফুল ইসলাম খান  বলেন, হল সংসদের প্রচেষ্টায় এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশনা মতে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত চালিয়ে যাব। শিক্ষার্থীদের জন্য শতভাগ সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ ব্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্যও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon