Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

একাত্তরে মত এখনো দরজার কড়া নড়ে!

এম.এস.আই খান
শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ Print

ছবি: মেহেদি হাসান


প্রাচীন কালে মানুষ যখন বনে-বাদারে ঘুরে বেড়াত তখন নিরাপত্তার সন্ধানে ঘর বাঁধতে শুরু করে। à¦¸à§‡à¦‡ থেকে মানুষ সারাদিনের ক্লান্তি শেষে নিজ কক্ষে ফিরে এসে আশ্রয় নেয়। নিরাপদে নিদ্রা যাপন করে। কারণ নিজ কক্ষে থাকে না প্রাচীনকালের মত করে কোন হিংস্র প্রাণীর আক্রমণের ভয়। তাই সভ্যতার ইতিহাসে নিজের বাসা-বাড়িকে মানুষ নিরাপদ আশ্রয় হিসেবেই বিবেচনা করে থাকে।

মুক্তিযদ্ধের শেষের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিজেদের পরাজয় নিশ্চিত বুঝতে পারে, তখন এ দেশকে মেধাশূন্য করতে এক ঘৃণ্য ষড়যন্ত্রের জাল বুনে। পাকিস্তানে ফিরে যাবার আগে তারা সভ্যতার ইতিহাসে এক আতঙ্কের আচর রেখে যায়। দেশীয় দোসরদের সহযোগীতা নিয়ে তারা নিরপরাধ বুদ্ধিজীবীদের বাসা থেকে ধরে এনে হত্যা করে। 

অন্যদিকে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের রুম থেকে ডেকে নিয়ে গিয়ে শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার পর গোটা দেশ তপ্ত হয়েছে ক্ষোভে, কেঁদেছে নির্মমতার বর্ণনা শুনে। আর ক্ষোভে ফুঁসে ওঠা বুয়েট শিক্ষার্থীরা আবরার হত্যাকে দেখছে একাত্তরের বুদ্ধিজীবী হত্যার চোখে।

বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে যেখানে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদ করে আসছে মানুষ খুনের, সেখানে একটি কালো ব্যানার টানিয়েছে বিক্ষুব্ধ পড়ুয়ারা। কালো ব্যানারে ধবধবে সাদা রঙে তারা ফুটিয়ে তুলেছে দুটি দৃশ্যপট। একটি স্বাধীনতার আগে আরেকটি স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দি পরের। যেন টকটকে খুন রাঙা লাল কালিতে তারা লিখে দিয়েছে দুটি সাল- ‌'১৯৭১' ও '২০১৯'। তারা লিখেছে-

১৯৭১

ঠক্! ঠক্! ঠক্!
-কে?
-স্যার একটু বাইরে আসবেন? কথা ছিল!


‍২০১৯

ঠক্! ঠক্! ঠক্!
-কে?
-তোকে বড় ভাইরা ডাকছে, বাইরে আয়!"

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon