Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ঢাবির ‘ঘ’ ইউনিটে পাস করেছেন ১১ হাজার ১৫৮ ভর্তিচ্ছু

ঢাবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে  সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন à§§à§§ হাজার à§§à§«à§® জন ভর্তিচ্ছু। শতকরা হিসেবে পাসের হার মোট পরীক্ষার্থীর à§§à§©.২৬ শতাংশ। ২৯ অক্টোবর, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি ও তথ্য কেন্দ্র (কক্ষ নং-২১৪) থেকে এই ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঘ ইউনিটে এক হাজার ৫৬০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৫০৬ জন হলেও শেষ ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮৪ হাজার à§§à§­à§­ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে নৈর্ব্যক্তিক অংশে পাস করেন ১২ হাজার ৬৬৭ জন।  নৈর্ব্যক্তিক ও লিখিত উভয় অংশে পাশ করেছেন à§§à§§ হাজার à§§à§«à§® জন পরীক্ষার্থী। 

গত ২৭ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।  এ ছাড়াও DU স্পেস KA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ  ফলাফল পাওয়া যাবে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon