Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

মুক্তিযুদ্ধ মঞ্চকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জোনায়েদ সাকি

ঢাবি প্রতিনিধি
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ Print


মুক্তিযুদ্ধ মঞ্চকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে তিনি বলেছেন, ''মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যে সন্ত্রাসী গুণ্ডা বাহিনী তৈরি করা হয়েছে, অবিলম্বে এই সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই রকম গুণ্ডাবাহিনী কোন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে পারে না। মুক্তিযুদ্ধের নামে সন্ত্রাসী তৎপরতা চালানো কোন সংগঠনকে আমরা চলতে দিতে পারি না।''

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 'ছাত্র জনতার সংহতি সমাবেশ' শীর্ষক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। ডাকসু হামলার প্রতিবাদে ডাকা এই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে উদ্দেশ্য করে জোনায়েদ সাকি বলেছেন, ‌''বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষমতাসীন দলের বরকন্দাজ হিসেবে কাজ করছে। আমরা মাননীয় ভাইস চ্যান্সেলরকে বলে এসেছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সৃষ্টির সাথে এই প্রতিষ্ঠান ওতপ্রোতভাবে জড়িত। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে আপনারা যদি জনগণের আস্থা হারিয়ে ফেলেন, বাংলাদেশে সেটা কিন্তু বড় ধরণের ক্ষতিকর প্রভাব ফেলবে। দেশের সরকার আসে যায় কিন্তু প্রতিষ্ঠান ধ্বংস হলে একটা দেশ থাকে না। আজকে এই প্রতিষ্ঠানের মর্যাদা যদি রক্ষা করতে না পরেন পদত্যাগ করেন।''

তিনি বলেন, ''প্রত্যেক ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা তার প্রমাণ দেখতে চাই। প্রমাণ হচ্ছে এই হামলা যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা করেন। এই হামলা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন। কিভাবে সিসিটিভি ফুটেজ গায়েব হল তার তদন্ত করেন এবং এই সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন। যদি ব্যর্থ হন তাহলে পদত্যাগ করেন। মনে রাখবেন এই ছাত্র সমাজ আপনাদের মুখোমুখি দাঁড়াবে।''

''এই গদিতে বসে থাকার, চেয়ারে বসে থাকার কোন নৈতিক অধিকার আপনাদের থাকবে না, যদি আপনারা আপনাদের ছাত্রদের নিরাপত্তা দিতে না পারেন। আমরা দেখতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হামলাকারীদেরকে চিহ্নিত করেছে, তাদেরকে বিচারের আওতায় আনছে। তারা যদি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় তাহলে বহিষ্কার করেন এবং তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করেন।'' -বলেন জোনায়েদ সাকি।

সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে আয়োজিত ওই ছাত্র-জনতার প্রতিবাদ সমাবেশে সংহতি জ্ঞাপন করেন দৃক ফটো গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদাউস, ঢাবির আন্তর্জাতিক সম্পার্ক বিভাগের অধ্যাপক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী, জাতীয় গণফ্রন্ট-এর সমন্বয়ক টিপু বিশ্বাস, ঢাবি শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি, জাসদ ছাত্রলীগ, মুক্তিফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল), সমাজতন্ত্রিক ছাত্রফ্রন্ট, স্বতন্ত্রজোটের ডাকসুর ভিপি প্রার্থী অরনি সেমন্তী খান প্রমুখ।

​​​

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon