ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ড. এম হাবিবুল্লাহ কনফারেন্স হলরুমটি শুক্রবার সন্ধ্যায় যেন পরিণত হয়েছিল গল্প-আড্ডা আর স্মৃতিচারণ কেন্দ্রে। যেন ঢাকার বুকে নেমে এসেছিল এক টুকরো দুরন্ত কৈশোর। দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের জেলা লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়ে বলেছেন 'পুরানো সেই দিনের কথা'।
বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস আর মনটা যেন ছুটে গিয়েছিল দুরন্ত কৈশোরে। শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বলতে চেয়েছেন "ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়"! স্মৃতির সমুদ্রে ভেসে একে অপরকে জড়িয়ে ধরে তারা যেন বললেন, "আয়, আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।"
ভবানীগঞ্জ হাই স্কুল এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পরিচিতি, স্মৃতিচারণ, গান-গল্প, ডকুমেন্টারি প্রদর্শন ও কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সচিব সুজায়েত উল্যাহ, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক হাসিনা আক্তার, আশরাফ উদ্দিন শিপলু, সালাহ উদ্দিন আতিক, ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সাবেক ছাত্র ও ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ চৌধুরী শুভ।
১৯৪৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সমাজে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা জানিয়েছেন, এটিই তাদের প্রথম পুনর্মিলনী। প্রথমবারের মত এই আয়োজনটি ঢাকায় অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীরা পরবর্তীতে স্কুল প্রাঙ্গনে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। অরাজনৈতিকভাবে সম্মিলিত হয়ে বিদ্যালয় পরিচালনা, ভালো মানের লাইব্রেরি প্রতিষ্ঠাসহ বিদ্যালয় নিয়ে শিক্ষার্থীরা তাদের করণীয়, পরিকল্পনা, স্বপ্ন ও প্রত্যাশার কথা বলেন।
আরও পড়ুন আপনার মতামত লিখুন