Bangla Runner

ঢাকা , শুক্রবার, ০২ জুন, ২০২৩ | বাংলা

শিরোনাম

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : শেখ হাসিনা বিতর্ক কী? কেন করবো? বিতর্ক + বিনয় = বড় মানুষ ঢাবি ব্যান্ড সোসাইটি’র এগারো সদস্যের নতুন কমিটি ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সম্পাদক ফুয়াদ  মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ফুয়াদ, সম্পাদক মেহেদী ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েও শেষ ষোলোয় উঠতে পারলো না তিউনিশিয়া ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর শেষ ষোলোতে অস্ট্রেলিয়া চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ ডিআরইউ’র সভাপতি নোমানি, সম্পাদক সোহেল
Home / সারাদেশ

পদায়ন

কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা হলেন শরীয়তপুরের আব্দুর রহমান

ঢাবি প্রতিনিধি
বুধবার, ০৩ আগস্ট, ২০২২ Print


বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছেন শরীয়তপুর জেলার পালং থানাধীন আংগারিয়া ইউনিয়নের মোঃ আব্দুর রহমান ।

গত রোববার (৩১শে জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

মোঃ আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে বিএ (অনার্স) সম্পন্ন করেছেন এবং বর্তমানে একই বিভাগে এমএ (মাস্টার্স) অধ্যয়নরত আছেন। তার জন্ম শরীয়তপুর জেলার, পালং থানার, আংগারিয়া ইউনিয়ন এর অন্তর্গত চর মধ্যপাড়া গ্রামে। তার বাবা মৃত মোঃ মফিজ উদ্দিন সরদার।

তিনি ২০১৪ সালে শরীয়তপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হতে মানবিক বিভাগে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হন এবং একই গ্রুপে ঢাকার কবি নজরুল সরকারি কলেজ থেকে জিপিএ ৫.০০ পেয়ে  ঢাকা বোর্ড এ ৪৯তম স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্র সংসদে (ডাকসু নির্বাচন -২০১৯) সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি কবি নজরুল সরকারি কলেজে অধ্যয়নকালে ২০১৪ সাল থেকেই ছাত্রলীগে সক্রিয় হন। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন অতন্দ্র বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি  ও ''ঢাকাস্থ শরীয়তপুর সদর উপজেলা শিক্ষার্থী ফোরাম' এর প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং 'হিস্ট্রি এসোসিয়েশন অব মুহসীন হল' এর সাধারণ সম্পাদক হিসেবে আছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদায়ন মোঃ আব্দুর রহমান বলেন, 'দায়িত্ব পাওয়াটা যেমন আনন্দের, তেমনি দায়বদ্ধতারও। আমার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে যাবো আজীবন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon