মাদারীপুরের কালকিনিতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যােগে উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পৌর মেয়র এস এম হানিফ, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের যুগ্নসম্পাদক লোকমান সরদার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্যজীবিলীগের সসভাপতি শাহাদাত সরদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান মৌসুমি হক সুলতানা, সিডিখান ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার প্রমুখ।
বিআর/ রনি