Bangla Runner

ঢাকা , মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ | বাংলা

শিরোনাম

মানুষের হাড়, খুলি, কঙ্কালে তৈরি হয়েছে যে গীর্জা কান্নার গল্প রেখে গেলেন হাসির বিজ্ঞাপনের মাসুদ আল মাহদী অপু মানুষ থেকে পাথর হয়ে যাচ্ছে এক শিশু নিয়মিত সাহিত্যবিষয়ক লেখা প্রকাশ করছে দূর্বাঘাস ত্বকী: একটি বিচারহীনতার প্রতীক পার্কের দাম একটি আস্ত শহরের চেয়েও বেশি! বঙ্গবন্ধুর মননে পিছিয়ে পড়া মানুষ নীতিতে আপোষহীন বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাবি আলাদিনের প্রদীপে ভয়ঙ্কর ফাঁদ
Home / প্রযুক্তির ছোঁয়া

নতুন স্মার্টফোন

সিম্ফনির চমৎকার ‘ফ্ল্যাগশিপ’ ফোন মাত্র ৯,৪৯০ টাকায়

প্রযুক্তি ডেস্ক
শনিবার, ১৫ জুন ২০১৯ Print


চমৎকার একটি নতুন ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন বাজারে ছেড়েছে চীনা মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিম্ফনি। à¦œà§‡à¦¡ ১৫ মডেলের নতুন এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র নয় হাজার ৪৯০ টাকা। ফোনটিতে রয়েছে ১ দশমিক ৬ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। এছাড়াও থাকছে দুই জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ।

ব্যবহারকারীরা যাতে সব ধরনের অ্যাপস ইনস্টল করতে পারে সেজন্য এতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম। ফোনটিতে রয়েছে ১৫৬০*৭২০ রেজ্যুলেশনের ৬.০৯ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ২.৫ডি গ্লাস, সঙ্গে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।

চার হাজার এমএএইচ-এর নন রিম্যুভেবল লি-পলিমার ব্যাটারি সংযুক্ত এ স্মার্টফোনটির পেছনে রয়েছে দুটি ক্যামেরা (১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল)। এছাড়া সেলফি প্রেমীদের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। জেড১৫-এ নোটিফিকেশন লাইট ছাড়াও সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর আর গ্র্যাভিটি সেন্সর।

ফোনটিতে স্পেশাল ফিচার হিসেবে আছে সফটওয়্যার বেইজড ফেস আনলক, এআই ক্যামেরা, স্মার্ট কন্ট্রোল, মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট, ওয়ান হ্যান্ড মোড। ক্যারিবিয়ান ব্ল– এবং ক্র্যানবেরি রেড -এ à¦¦à§à¦Ÿà¦¿ কালারে à¦«à§‹à¦¨à¦Ÿà¦¿ এখন বাজারে à¦ªà¦¾à¦“য়া যাচ্ছে। 

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon