আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪
‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ এর চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল। আর রানার্স আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ আবাসিক সুবিধা দিয়ে সাভারের সিসিডিবি হোপ সেন্টারে গত ১২ সেপ্টম্বর থেকে তিন দিন ব্যাপী দুর্নীতিবিরোধী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৪ সেপ্টেম্বর (শনিবার) প্রতিযোগিতার সমাপনী দিনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের প্রস্তাব ছিল ‘এই সংসদ, চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সংবিধান সংশোধন নয়, পুনঃপ্রণয়ন সমর্থন করে।’ প্রস্তাবের পক্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল এবং বিরোধী দলে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্ক করেছেন আদনান মুস্তারি, তাহমিদ আল মুদাসসির ও রাগিব আনজুম। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্ক করেছেন শারমিন সুলতানা নিশী, মাঈন আল মুবাশ্বির ও কিশোর সাম্য।
বিতর্ক শেষে নয় জন বিচারকের মধ্যে ৫ জনের ব্যালটে বিজয়ী হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। চার ব্যালট নিয়ে রানার্স আপ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।
পুরো প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঈন আল মুবাশ্বির এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হন রাগিব আনজুম।
আরও পড়ুন আপনার মতামত লিখুন