Bangla Runner

ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ | বাংলা

শিরোনাম

বিখ্যাতদের ১০ উক্তি টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজী সিস্টেমের কোনো বদল আসেনি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রম্য বিতর্ক: ‘কুরবানীতে ভাই আমি ছাড়া উপায় নাই!’ সনাতনী বিতর্কের নিয়মকানুন গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines
Home / তর্কজাল

বিভিন্ন প্রতিযোগিতায় অনুষ্ঠিত বিতর্কের বিষয় সংকলন

সংসদীয় বিতর্কের বিষয় ব্যাংক

এম এস আই খান
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ Print


68K

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ এর আসর বসেছিল ১২-১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। দ্বিতীয়বারের মত আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতাটির এবারের আসরও সাভারের সিসিডিবি হোপ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৩২টি দল থেকে ৯৬ জন বিতার্কিক এবং ২২টি বিশ্ববিদ্যালয়/বিতর্ক সংগঠন থেকে মোট ৫২ জন সাবেক বিতার্কিক বিচারক হিসেবে অংশ নেন। এতে আট পর্বে মোট আটটি বিষয়ে ৮৭টি বিতর্ক অনুষ্ঠিত হয়। সারাদেশের বিতার্কিকদের মধ্যে বিতর্ক চর্চার বিস্তারের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার বিভিন্ন পর্বের বিষয়গুলো তুলে ধরা হলো:

প্রথম রাউন্ড: এই সংসদ, শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ করবে।
দ্বিতীয় রাউন্ড: এই সংসদ, রাষ্ট্র সংস্কারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে দিবে
তৃতীয় রাউন্ড: এই সংসদ, ক্রীড়াঙ্গনের দুর্নীতি বন্ধে সকল ফেডারেশন ও ক্রীড়া সংস্থায় রাজনীতি সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিষিদ্ধি করবে। 
চতুর্থ রাউন্ড: এই সংসদ, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জাতীয় সরকার গঠনকে সমর্থন করে।
পঞ্চম রাউন্ড: এই সংসদ মনে করে, চব্বিশের গণঅভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হবে।

কোয়ার্টার ফাইনাল: এই সংসদ মনে করে, নতুন বাংলাদেশ গঠনে দুর্নীতিই প্রধান বাঁধা।
সেমিফাইনাল: এই সংসদ, দুর্নীতি ও অর্থপাচারের দায়ে অভিযুক্তদের আলাদা ট্রাইব্যুনাল গঠন করে বিচার করবে।

ফাইনাল: এই সংসদ, চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সংবিধান সংশোধন নয়, পুনঃপ্রণয়ন সমর্থন করে।

অন্যান্য আয়োজনে ব্যবহৃত কিছু সংসদীয় বিতর্কের প্রস্তাব:

এই সংসদ মনে করে যে, শুধু শ্রম শক্তি রপ্তানি নয় উদ্যোক্তা সৃষ্টিই দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করবে।
এই সংসদ মনে করে, অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।
এই সংসদ মনে করে যে, পরিবেশ দূষণরোধে আইন প্রয়োগের চেয়ে গণসচেতনতা অধিক কার্যকর।

এই সংসদ মনে করে যে, নতুন প্রজন্মের মূল্যবোধের অবক্ষয়ের জন্য পরিবারের উদাসীনতাই দায়ী।
এই সংসদ মনে করে যে, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারই তরুণ প্রজন্মকে মেধাশূন্য করে তুলছে।

এই সংসদ মনে করে, দেশের অর্থনৈতিক উন্নয়নে দুর্বল শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতাই বড় বাধা।
এই সংসদ মনে করে যে, প্রযুক্তির উপর অতি নির্ভরতাই শিক্ষার্থীদের বই বিমুখ করেছে।

আহসানউল্লা ডিবেটিং ক্লাবের আয়োজনে এম্ব্রেলা প্রেজেন্টস ৬ষ্ঠ অস্টডিসি ন্যাশনালস ২০২৪' এর প্রস্তাবগুলো হচ্ছে-

রাউন্ড ১: এই সংসদ লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে

রাউন্ড ২: এই সংসদ, বর্বর অপরাধ বা মেজর ক্রাইম (খুন, ধর্ষন, ডাকাতি) সংঘটনের চেষ্টায় দোষী সাব্যস্ত ব্যাক্তিকে "বর্বর অপরাধে সফল" আসামীর ন্যায় বিবেচনা করে শাস্তি প্রদান করবে।

রাউন্ড ৩: মাইক্রোসফট, ওপেন এআইতে কয়েকধাপে ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে। এই বিনিয়োগ থেকে মাইক্রোসফট ওপেন এআই থেকে ইকুইটি শেয়ার গ্রহণ না করে, ওপেন এআই এর প্রযুক্তিকে মাইক্রোসফট এর বিভিন্ন সেবা (অফিস, এক্সেল ইত্যাদি) তে সংযুক্ত করার অধিকার গ্রহণ করবে। প্রস্তাব: এই সংসদ, মাইক্রোসফটের ওপেন এআইতে বিনিয়োগ কে সমর্থন করে।

রাউন্ড ৪: এই সংসদ, শিল্পে (নাটক, সিনেমা, কবিতা, ছবি) সেন্সরশীপের ধারণাকে সমর্থন করে না।

কোয়ার্টার ফাইনাল: এই সংসদ, পরিবেশ আন্দোলন হিসেবে ডিগ্রোথ মডেল কে সমর্থন করে।

সেমিফাইনাল: 
আইডেন্টিটি পলিটিক্স (Identity politics) এমন একধরনের রাজনৈতিক কৌশল যেখানে জন্ম, ধর্ম, বর্ণ, গোত্র, সামাজিক প্রেক্ষাপট (কামালার ২০২৪ এর নির্বাচনে তার মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠাকে কৌশল হিসেবে ব্যবহার) প্রভৃতি ব্যবহার করে ভোটারদের আকর্ষিত করার চেষ্টা করা হয়। প্রস্তাব: এই সংসদ, গনতান্ত্রিক রাষ্ট্রকাঠামোয় আইডেন্টিটি পলিটিক্সকে সমর্থন করে না।

কলেজ ফাইনাল: এই সংসদ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রজনতার স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হবে।

ফাইনাল: এই সংসদ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে সমন্বয়কদের সংযুক্তিতে অনুতপ্ত।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon