Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের সংঘর্ষ

পাল্টা এ্যাকশনে বিএম লিপি, চেয়ার নিয়ে আক্রমণের ছবি ভাইরাল

মেহেদি হাসান
শুক্রবার, ২৮ জুন ২০১৯ Print


ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক এবং রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তারের চেয়ার নিয়ে আক্রোমণ করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ রঙের পোশাক পড়া একজন নারী কয়েকজন যুবকের দিকে আক্রমণ করতে চেয়ার নিয়ে ছুটে যাচ্ছেন।

গত ১৩ মে মধুর ক্যান্টিনে চলা সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আরো দেখা যায়, কয়েকজন বিএম লিপিকে নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং তিনি চেয়ার দিয়ে আঘাত করছেন।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পেলে গত ১৩ মে, সোমবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে ক্ষোভ প্রকাশ করতে যান পদবঞ্চিতরা। তাদের সঙ্গে সেখানে যোগ দিয়েছিলেন লিপি আক্তারও। তিনি প্রত্যাশিত পদ না পাওয়ায় ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে সে দিন মধুর ক্যান্টিনে উপস্থিত হয়েছিলেন।

কমিটি প্রত্যাখানকারীরা সংবাদ সম্মেলন করতে চাইলে সেখানে উপস্থিত শোভন-রাব্বানীর অনুসারীরা তাদের বাধা দেন এবং সংবাদ সম্মেলনের ব্যানার ছিড়ে ফেলেন। আর এতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। এতে অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে।

তবে চেয়ার নিয়ে ছাত্রলীগ কর্মীদের দিকে তেড়ে আক্রমণে যাবার বিষয়ে বিএম লিপি বাংলা রানার-কে বলেন, ‍‍“আমাকে তারা আঘাত করতেছিল তাই আমি চেয়ার দিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্ঠা করতেছিলাম। তারা শুধু আমাকে মারবে আর আমি দাঁড়িয়ে মার খাব? আপনাকে ১০ টা দিলে আপনি কী একটা দেওয়ার চেষ্ঠা করবেন না?”

বিভিন্ন গণমাধ্যমে আহতদের যে নামের তালিকা প্রকাশ হয়েছে সেখানে বিএম লিপি আক্তারের নামও রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‌‌'“আমি হালকা আঘাত পেয়েছি হাসপাতালে চিকিৎসা নিয়েছি, কিন্তু ভর্তি হইনি। আমি আহত হয়েছি এমন কোনো স্টেটমেন্ট কোনো মিডিয়াতে দেই নাই।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon