Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পাশে থাকবে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ Print


প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এই বাজেটকে শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব ও প্রযুক্তিনির্ভর আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকারও ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। ১৩ জুন, বৃহস্পতিবার বিকালে আনন্দ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে উপস্থিত নেতা-কর্মীদের সামনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এক উন্নয়নমুখী বাজেট দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার সবচেয়ে বড় বাজেট দেয়া হয়েছে। আর এ বাজেট বাস্তবায়নে শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে পাশে থাকবে ছাত্রলীগ।’

আনন্দ মিছিল ও পরবর্তী সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই বাজেটকে শিক্ষাবান্ধব, প্রযুক্তিবান্ধব ও কৃষিবান্ধব হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ‘‘এ বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। আর এটা শিক্ষাবান্ধব, প্রযুক্তিবান্ধব ও কৃষিবান্ধব। এই বাজেটে বলা হয়েছে, সময় এখন আমাদের। সময় এখন প্রত্যেকটি তরুণের। তাই আমরা তরুণ প্রজন্ম দেশরত্ন শেখ হাসিনা ও তার সরকারের উপস্থাপিত বাজেটকে সাধুবাদ জানাই।’’

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon