Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

অসহায় ঋণগ্রস্তকে অটো রিকশা প্রদান

এবার বৃদ্ধের মুখে হাসি ফোটালো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৪ জুন ২০১৯ Print


এবার এক অসহায় ঋণগ্রস্তকে অটো রিকশা কিনে দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এর আগে কৃষকের ধান কেটে, প্রতিবন্ধীকে ৮০০ হাঁসের টাকা দিয়ে কিংবা মেধাবী শিক্ষার্থীর শিক্ষা খরচের ব্যবস্থা করে আলোচনায় এসেছিলেন এই ছাত্রনেতা। ছাত্রলীগ সাধারণ সম্পাদকের à¦à¦¸à¦¬ কাজকে অনেকে লোক দেখানো বললেও তিনি তাতে কান দেননি। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘‘লোক দেখানোর জন্য হলেও আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান।”

পিছনে ‌‘সৌজন্যে বাংলাদেশ ছাত্রলীগ’ লেখা একটি রিকশা à§§à§ª জুন, শুক্রবার দুপুরে মোহাম্মাদ à¦œà¦¾à¦®à¦¿à¦²à§à¦° নামের এক বয়স্ক ব্যক্তির à¦¹à¦¾à¦¤à§‡ তুলে দেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। à¦¹à¦¸à§à¦¤à¦¾à¦¨à§à¦¤à¦° করার দৃশ্য গোলাম রাব্বানীর à¦…্যাকাউন্ট থেকে ফেসবুক à¦²à¦¾à¦‡à¦­à§‡ তুলে ধরলে তাতে দেখা যায়, à¦…টো চালিত রিকশা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই বৃদ্ধ।

জানা গেছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা জামিলুর প্যাডেল চালিত রিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃদ্ধা মা, স্ত্রী আর চার সন্তানের সংসারে বড় দুই ছেলে বৃদ্ধ বাবার কোন খোঁজ রাখেন না। 

লাখখানেক টাকা ঋণ করে দিয়েছেন দুই মেয়ের বিয়ে। কিছুদিন আগে গাছের ডাল ভেঙে কোমরে আঘাত পাওয়ায় তিনি আর প্যাডেল চালিত রিকশাও চালাতে পারছিলেন না। অতি কষ্টে একদিন রিকশা চালালে ব্যাথায় চার-পাঁচ দিন থাকতে হয় শুয়ে-বসে।

অসহায় জামিলুর তার অসহায়ত্বের কথা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে জানালে গোলাম রাব্বানী তাকে রিকশা কিনে সহযোগীতা করার উদ্যোগ নেন। আজ দুপুরে একটি অটো চালিত রিকশার চাবি বৃদ্ধার হাতে তুলে দিয়ে গোলাম রাব্বানী বলেন, ‘‘বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে à¦†à¦›à§‡à¥¤’’

বৃদ্ধার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি যে নৌকায় ভোট দিছেন, সেজন্য আপা (শেখ হাসিনা) খুশি হয়ে আমাদের মাধ্যমে আপনার জন্য এটি পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার হলো- ‘একটা মানুষ কষ্টে থাকবে না, একটা মানুষ না খেয়ে থাকবে না, একটা মানুষ গৃহহীন থাকবে না।’ চাচা, আপনি সবার জন্য দোয়া করবেন।”

সন্ধ্যায় গোলাম রাব্বানী বাংলা রানার কে বলেন, ‘‘বৃদ্ধ জামিলুরের বাড়ি নীলফামারী। তিনি ঢাকায় রিকশা চালান। তার অসহায়েত্বের খবর জানার পার আমি সত্যতা যাচাইয়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক ইব্রাহিমকে দায়িত্ব দেই। à¦ªà§à¦°à§‹ খোঁজ খবর নিয়ে আমরা ছাত্রলীগের ভাইদের সহযোগিতায় তাকে একটি অটো রিকশার ব্যবস্থা করে দিয়েছি।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon