Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী:

যোগাযোগের অভাবে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাকিংয়ে স্থান পায়নি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ জুন ২০১৯ Print


যোগাযোগের অভাবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক রেটিংয়ে স্থান পায়নি বলে জানিয়েছেন à¦¤à¦¥à§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘‘বিশ্বের যেসব দেশের বিশ্ববিদ্যালয় রেটিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো থেকে আমাদের দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো। আমার কাছে মনে হয়েছে যোগাযোগের অভাবে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জায়গা করে নিতে পারেনি।’’

১৯ জুন, বুধবার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সম্প্রতি ঢাকা ট্রিবিউন-বাংলা ট্রিবিউন পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং জরিপে শীর্ষে অবস্থান করায় এ অনুষ্ঠানের আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যেন মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধের সমন্বয় ঘটিয়ে এমন একটি প্রজন্ম তৈরি করি- যারা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”

অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম, উপাচার্য ড. আতিকুল ইসলামের উপস্থিতিতে ড. হাছান মাহমুদ বলেন, ‘‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের টিউশন ফি দিতে হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমি অনুরোধ জানাবো, দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের যাতে তারা পড়ালেখার ব্যবস্থা করে। এবিষয়ে যে কর্মসূচি আছে, সেটা যেন আরও সম্প্রসারণ করা হয়।’’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকতে হয়। স্বপ্নহীন মানুষ কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারে না। পৃথিবীর সব মানুষ স্বপ্ন দেখলেও সবার স্বপ্ন বাস্তবায়ন হয় না। কারণ সব মানুষ স্বপ্ন দেখার পাশাপাশি প্রচেষ্টা যুক্ত করে না। যারা স্বপ্ন দেখার পাশাপাশি প্রচেষ্টা যুক্ত করে, তাদের সব স্বপ্ন বাস্তবায়ন না হলেও অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ জানাবো স্বপ্ন দেখতে। সেই স্বপ্ন শুধু পরিবার ও নিজের জন্য নয়। স্বপ্ন দেখতে হবে দেশ ও সমাজের জন্য। এই স্বপ্নের সঙ্গে প্রচেষ্টাকে যুক্ত করতে হবে।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon