Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০১তম: এশিয়ায় ১২৭

রানার ডেস্ক
শনিবার, ২২ জুন ২০১৯ Print


বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে ৮০১তম স্থানে রয়েছে। আর এশিয়ার শ্রেষ্ঠ à¦¬à¦¿à¦¶à§à¦¬à¦¬à¦¿à¦¦à§à¦¯à¦¾à¦²à§Ÿà¦—ুলোর মধ্যে à§§à§¨à§­à¦¤à¦® স্থান à¦…র্জন করেছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান à¦•োয়াকোয়েরেলি সায়মনডস (কিউএস)’র এক জরীপের ফলাফলে এ à¦¤à¦¥à§à¦¯ উঠে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান বিবেচনায় যুক্তরাজ্যভিত্তিক এ প্রতিষ্ঠানটি র‌্যাংকিং মূল্যায়ন করে থাকে। আজ à¦°‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান সম্পর্কে জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে গত কয়েক বছরের ন্যায় এবারও à¦•িউএস à¦°‌্যাংকিংয়ের শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।  টানা à§¦à§® বছর ধরে প্রথম হয়ে আসছে তারা। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে à¦¸à§à¦Ÿà§à¦¯à¦¾à¦¨à¦«à§‹à¦°à§à¦¡, তৃতীয়তে হার্ভাড বিশ্ববিদ্যালয় এবয় à¦šà¦¤à§à¦°à§à¦¥ অবস্থানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 

আর পঞ্চম স্থানে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ষষ্ঠস্থানে রয়েছে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি’র নাম। তবে এ বছর à¦°‌্যাংকিংয়ে নিজেদের উন্নতি করতে পারেনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। একধাপ পিছিয়ে এবার তাদের স্থান সাতে। গত বছর ৬ষ্ঠ হয়েছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান ‘টাইমস হায়ার এডুকেশন’ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর উপর সম্প্রতি একটি জরীপ প্রকাশিত হয। ওই জরীপে এশিয়ার ৪১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেপালের বিশ্ববিদ্যালয় থাকলেও ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে শিক্ষানুরাগী ও জনমনে বিভ্রান্তিে এড়াতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার গুণগত মান ও ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের অবস্থান বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেতন রয়েছে এবং শিক্ষার গুণগত মান ও র‌্যাংকিং উন্নয়নে প্রয়াস অব্যাহত রেখেছে।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon