Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

টিএসসিতে কর্মশালা

গিটার, বাঁশিসহ চার বাদ্যযন্ত্র শেখাবে প্রভাতফেরী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ অক্টোবর, ২০১৯ Print


শিক্ষার্থীদের গিটার, বাঁশি, বেহালা, কীবোর্ড ও হারমোনিকা শেখানোর কর্মশালা শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরী। ২২ জুন, শনিবার বিকেলে বাংলা রানারকে এ খবর জানিয়েছেন সংগঠনটির à¦¸à¦­à¦¾à¦ªà¦¤à¦¿ ও বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্র সংসদের ভিপি à¦­à¦¿à¦ªà¦¿ শহিদুল হক শিশির।

তিনি জানান, ‘‘আগামী ৪ঠা জুলাই পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা এসব কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র প্রভাতফেরীর অফিস টিএসসির দ্বিতীয় তলার ২০২ নং কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আগ্রহীরা অফিসে আসার আগে এবং কোর্স সম্পর্কিত তথ্যের জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাকিম আবিরের সঙ্গে 01537120749 নাম্বারে যোগাযোগ করতে পারবেন।’’

 à¦ বিষয়ে প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের à¦¸à¦¾à¦§à¦¾à¦°à¦£ সম্পাদক মুস্তাকিম আবির বলেন, ‘‘আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে কর্মশালা শুরু হবে। চার মাসের কোর্সে গিটার শেখাবেন আনজুম রশীদ বিজয়, তিন মাসের কোর্সে বেহালা শেখাবেন রেজাউল করিম শ্যামল। এছাড়াও নবীন খান কিবোর্ড শেখাবেন, আমি (মুস্তাকীম আবীর) শেখাবো বাঁশি এবং হারমোনিকা শেখাবেন আরিফ ভাই।”

আবির বলেন, ‘‘প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আমরা একটা আগ্রহ তৈরি করতে চাই। অনেকেই এসব বাদ্যযন্ত্র শিখতে চান কিন্তু উপযুক্ত প্লাটফরম না পাওয়ায় তাদের এই ইচ্ছাগুলো অপূর্ণ থেকে যায়। শিক্ষার্থীদের এই আগ্রহ পূরণ ও সাংস্কৃতিক চর্চা বাড়াতেই আমারা এই কর্মশালার আয়োজন করে আসছি।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon