Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে অধ্যাপক ড. মাহবুব হাসান

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ জুন ২০১৯ Print


বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানকে দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ ২৫ জুন  à¦¶à¦¿à¦•্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়েছে।  ফলে উপাচার্য বিহীন অবস্থায় à¦¦à¦•্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপিঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে à¦Ÿà¦¾à¦¨à¦¾ একমাস একাডেমিক ও প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সৃষ্ট অচলাবস্থা নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. ইমামুল হককে গত ১১ এপ্রিল থেকে মেয়াদের শেষ কর্মদিবসের (২৬ মে) আগের দিন পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠায় সরকার।

তাঁর ছুটিকালীন সময়ে বিধি মোতাবেক প্রজ্ঞাপন জারী করে ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক মাহবুবকে যা ২৬ মে পর্যন্ত বলবৎ ছিলো। তবে ২৬ মে রুটিন দায়িত্বের মেয়াদ শেষ হয়ে গেলে অভিভাবক শূন্য হয়ে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা।

অন্যদিকে টানা এক মাসের বেশি à¦ˆà¦¦ ও গ্রীষ্মকালী ছুটি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২ জুলাই। à¦¬à¦°à¦¿à¦¶à¦¾à¦² বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের প্রত্যাশা দেশের জাতীয় পর্যায়ের স্বনামধন্য ছাত্র-শিক্ষক বান্ধব কোন অধ্যাপক যাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে অতি দ্রুত নিয়োগ পান। যার হাত ধরে এগিয়ে যাবে দেশের নবীনতম এই বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon