Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

আলোকিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‌‘অন্ধকার’ দূর করার দাবি তিলোত্তমার

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০১ Jul ২০১৯ Print


ছাত্রপ্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে যোগ দেওয়া একমাত্র নারী সদস্য তিলোত্তমা শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্ধরকার দূর করার দাবি জানিয়েছেন। ২৭ জুন, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনের সমাপনী দিনে তিনি তার দাবি দাওয়া তুলে ধরেন। জালিয়াত শিক্ষার্থীদের বহিষ্কার, রেজিস্ট্রার ভবনের আধুনিকায়ন, বৈধ উন্নয়ন ফি নির্ধারণ, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করার বিষয়ে কথা বলেছেন তিলোত্তমা।

তিনি বলেন, ‌‌''আমরা প্রায়সই একটি কথা বলে থাকি যে, ‌‌আলোকিত ঢাকা বিশ্বদ্যালয়। মেধার আলোয় জ্ঞানের আলোয় আমরা অবশ্যই আলোকিত ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইটের আলোয় আলোকিত নয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লাইট না থাকার কারণে সাধারণ শিক্ষার্থীদের বিশেষ করে নারীদের খুব বড় ধরণের হয়রানীর মুখোমুখি হতে হচ্ছে। ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম এই পয়েন্টগুলোতে হচ্ছে। তাই উপাচার্যের কাছে আমি দাবি জানাবো মেধার আলো, জ্ঞানের আলোর পাশাপাশি লাইটের আলোয় আলোকিত করুণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে।'' এ সময় উপাচার্য জানান, নোট নেয়া হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ছাত্রলীগের সদিচ্ছার কারণেই ডাকসু নির্বাচন হয়েছে বলে দাবি করে à¦¸à¦‚গঠনটির à¦à¦‡ নারী নেত্রী বলেন, ‌''ছাত্রলীগের সদিচ্ছার কারণে ‘অনিয়ম’ ছাড়াই ডাকসু নির্বাচন হয়েছে। যাঁরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন, তাঁরা ডাকসুর নির্বাচন চান না। আজকে ডাকসু নির্বাচন কারা চাচ্ছে না তাদের পরিচয় প্রকাশ করার সময় হয়েছে বলে আমি মনে করি।''

তবে তার এই বক্তব্যের জবাব দিতে পয়েন্ট অব অর্ডার তুলে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘ডাকসু নির্বাচনে অসংখ্য অনিয়ম হয়েছে। ডাকসু নির্বাচনে অনিয়মের খবরগুলো আমরা মূলত গণমাধ্যম থেকে জেনেছি। যদি কোনো অনিয়ম না-ই হয়ে থাকে, সৎসাহস থাকলে গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করুন।' নির্বাচনে অসংখ্য অনিয়ম হয়েছে, তাই সাফাই গাওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এর বাইরে ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে একটি সার্টিফিকেটভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে, যা দুঃখজনক। পর্যাপ্ত সুযোগের অভাবে শিক্ষার্থীরা বিদেশগামী হচ্ছেন। এখানে পর্যাপ্ত ক্লাসরুম নেই, মানসম্মত শিক্ষকও নেই৷' 

তিলোত্তমার বক্তব্য শেষ হলে সিনেটের শিক্ষক-প্রতিনিধি পাপিয়া হক দাঁড়িয়ে পয়েন্ট অব অর্ডার তুলে বলেন, ‌'ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক নেই। তার এই বক্তব্যে অত্যন্ত অসম্মানিতবোধ করছি। তার এই ‘ঢালাও মন্তব্য’ এক্সপাঞ্জ করা হোক।' এ সময় তার পয়েন্ট অব অর্ডার আমলে না নিয়ে উপাচার্য বলেন, ‌‌ঢালাওভাবে বুঝাতে চায়নি, সে (তিলোত্তমা) কথাচ্ছলে বলেছে।'

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon