Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

ভূতত্ত্ব বিভাগের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী:

বাঙালি জাতির শীর্ষে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ জুন ২০১৯ Print


পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মন্ত্রী এমএ মান্নান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতির শীর্ষের অবস্থান করে জ্ঞান-বিজ্ঞানের আচ্ছাদনে বাংলাদেশকে ঢেকে রাখছে। আমরা যখন ক্যাবিনেটে বসি প্রায়শই কথায় কথায় প্রধানমন্ত্রী আক্ষেপ করেন আমাদের এখানে গবেষণা কম হচ্ছে কেন? প্রায়ই বলেন কেন আমরা গবেষণা করছি না। আমাদের বলেন যেখানে আছেন বিভাগগুলোতে গবেষণায় যাতে অর্থ পায়, সহযোগিতা পায়, আমরা সহযোগিতা করতে চাই।

২৮ জুন, শুক্রবার দুপুরে à¦¢à¦¾à¦•া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ৭০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা কোনো প্রস্তাব নিয়ে আসেন, আপগ্রেড করার জন্য। আপনাদের বিশ্বের সঙ্গে যোগাযোগ আছে আমি জানি, কিন্তু এটাকে আরও শক্তিশালী করার জন্য প্রস্ফুটিত করার জন্য যদি সহায়তা, অথের্রও প্রয়োজন হয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো কোনো গাফলতি করবেন না। তিনি অত্যন্ত উদার। 

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় থেকে যখন কোনো কাগজ যায় সেটি আমরা আলাদা সম্মানের সঙ্গে ‘ডিল’ করি। আমরা মনে করি এর ফলে জাতি গঠনের কাজে আমরা অংশ নিয়েছি। নদীভাঙন, উপকূল ভাঙনের এদেশে ভূতত্ত্ব বিভাগের প্রয়োজনীয়তা নতুন করে বলার দরকার নেই। আপনাদের অনেক অবদান à¦†à¦›à§‡à¥¤ বিশেষ করে গ্যাস, তেল ও অন্যান্য খনিজসম্পদে আপনারা সরাসরি অবদান রাখতে পারবেন। আগামীতে এই বিভাগ থেকে ভালো প্রকল্পের প্রস্তাব আসবে বলে প্রত্যাশা করি।

এর আগে দিনব্যাপী ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এএএম শামসুর রহমান। à¦…নুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সর্বজ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. আসম. উবাইদউল্লাহ। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে শিল্পক্ষেত্রে একটা বিপ্লব হয়ে গেছে। এটার পেছনে ভূতত্ত্ববিদদের অবদান রয়েছে। আপনাদের আবিষ্কারের কারণে বাংলাদেশ সোনার বাংলা হতে যাচ্ছে। ভূতত্ত্ববিদদের কারণে আমরা গ্যাস আবিষ্কার করেছি, কয়লার খনি পেয়েছি। এখন শুনছি বালুর মধ্যে খনিজ পদার্থ। ইতোমধ্যে আমরা সিলিকন নিচ্ছি। বিশাল এ সম্ভাবনার দ্বারকে বড় করতে পারবেন আপনারা।

উদ্বোধনকালে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, জায়গাটি অনেক আবেগের, ভালোবাসার। সে জায়গায় আপনারা মিলিত হয়েছেন। যে বিভাগের অ্যালমানইয়ের সঙ্গে সম্পৃক্ততা যত বেশি সেই বিভাগ তত সমৃদ্ধ। এসময় তিনি দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য ভূতত্ত্ব বিভাগ বাস্তবমুখী বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon