Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

গোপালগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মুহসিন রেজা 

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০১ Jul ২০১৯ Print


গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন মো.মুহসিন রেজা। গত ২৩ জুন  à¦ªà§à¦°à¦¾à¦¥à¦®à¦¿à¦• ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাজমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষিত শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মুহসিন রেজা।

এর আগে ২০১৫ সালেও তিনি গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জানা গেছে, সারাদেশ থেকে মুহসিন রেজাসহ মোট ২৫ জন শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হওয়ার গৌরর অর্জন করায় তাদের সবাইকে à¦‡à¦¨à§à¦¦à§‹à¦¨à§‡à¦¶à¦¿à§Ÿà¦¾ à¦¸à¦«à¦°à§‡ পাঠাবে সরকার। সেখানে à¦†à¦§à§à¦¨à¦¿à¦• স্কুল পরিচালনার অনুশীলন সম্পর্কিত সপ্তাহব্যাপী প্রশিক্ষণে à¦…ংশ নিবেন তারা।

মুহসিন রেজা বর্তমানে গোপালগঞ্জের  টুঙ্গিপাড়া উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে নিয়োজিত আছেন। à¦¤à¦¾à¦° গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সদর উপজেলায়। তার পিতা মরহুম আবুল হোসেন (সাবেক রুপালী ব্যাংক কর্মকর্তা) এবং মাতা নাজমা খানম (গৃহিণী)। à¦¬à§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦—ত জীবনে তিনি আবৃত্তি, দাবাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত আছেন।

তিনি ২০০৬ সালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরীজীবনে পদার্পনের পর থেকেই তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করে  à¦ªà§à¦°à¦¾à¦¥à¦®à¦¿à¦• শিক্ষা ব্যবস্থার উন্নতিতে অবদান রেখে আসছেন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon