Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

শিক্ষার গুণগতমান বজায় রাখতে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি

কুবি প্রতিনিধি
সোমবার, ০১ Jul ২০১৯ Print


কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'শিক্ষার গুণগত মান নিশ্চিত ও স্বীকৃতি' র্শীষক এক র্কমশালায় ইউজিসির এসপিকিউএ প্রকল্পের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া বলেছেন, 'শিক্ষার গুণগত মান বজায় রাখাটা এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। এর জন্য শিক্ষকদের মানোন্নয়ন জরুরি। সামাজিকভাবে শিক্ষকদের র্মযাদা ও সম্মান নিশ্চিত করা গুরুত্বর্পূণ। এর জন্য প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এবং গবেষণায় শিক্ষকদের আরও বেশি আগ্রহী হতে হবে।'

বিশ্বব্যাংকের অর্থায়ন ও ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান বাড়ানোর লক্ষে গঠিত ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ বা ‘আইকিউএসি’ প্রকল্পের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালার উদ্বোধনী পর্বে সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ইউজিসির পরিকল্পনাগুলো বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ইউজিসি এসব পরিকল্পনা বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে।' 

৩০ জুন, রোববার বিশ্ববিদ্যালয়ের র্ভাচুয়াল ক্লাসরুমে সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এই র্কমশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। 

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজি চন্দ্র দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। উদ্বোধনী বক্তব্যে উপার্চায বলেন, 'শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সকল যায়গায় অনলাইন সিস্টেম চালু হয়েছে, আমাদেরও সেই সক্ষমতায় যেতে হবে। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে। আমরা সকলে মিলে বিশ্ববিদ্যালয়কে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই।'

র্কমশালায় উচ্চশিক্ষায় বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট, লক্ষ্যমাত্রা ও সূচকসমূহ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন ড. সুলতান মাহমুদ ভূঁইয়া। টেকসই উন্নয়নে (এসডিজি) ১৭টি অভীষ্টের ৪ নং লক্ষ্যে কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে যাতে আগামী ২০৩০ সালের মধ্যে সকলের জন্য অর্ন্তভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করতে সকলকে সচেষ্ট হতে হবে জানান তিনি।

র্কমশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, প্রশাসনিক দপ্তর প্রধান এবং হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন উপদেষ্টাগণ।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon