Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

কুবির ছাত্রী হলে নতুন প্রাধ্যক্ষ, স্বপদে বহাল প্রক্টর

কুবি প্রতিনিধি
শনিবার, ০৬ জুলাই, ২০১৯ Print


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো: সাদেকুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে মেয়াদ র্পূণ হলেও পরর্বতী র্নিদেশনা না দেওয়া র্পযন্ত র্বতমান প্রক্টর র্অথনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে স্বপদে বহাল রাখা হয়েছে। 

৩০ জুন, রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের পূর্বেকার প্রাধ্যক্ষ গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান গত ১ জুন শিক্ষা ছুটিতে যান। তিনি শিক্ষা ছুটিতে গেলে তার প্রাধ্যক্ষের পদটি শূন্য হওয়ায় ওই হলের হাউজ টিউটর মো: সাদেকুজ্জামানকে প্রাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
 
অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন গত ১২ জুন তার পদের মেয়াদ দুই বছর র্পূণ করেছেন। তবে মেয়াদ শেষ হলেও পরর্বতী র্নিদেশনা না দেওয়া র্পযন্ত তিনি স্বপদে বহাল থাকবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon