Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

বঙ্গবন্ধুকে ডি-লিট ডিগ্রি দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুলাই, ২০১৯
Print


নিজের সাবেক ছাত্র শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডি-লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১ জুলাই, সকালে ঢাকা বিশ্বদ্যিালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের মল চত্বরে আয়োজিত অনুষ্ঠান থেকে এ খবর জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একইসূত্রে গাঁথা। তাই আগামী ২০২০-২১ সালে সরকার ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডি-লিট উপাধি দেওয়া হবে।’

প্রসঙ্গত, শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। à§§à§¯à§ªà§¯ সালে আইন বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াকালীন সময়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছিল। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি আন্দোলনে নেতৃত্ব দেয়ার অভিযোগে তাকেসহ আরো চারজনের বিরুদ্ধে কর্তৃপক্ষ বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বলা হয়েছিল, à§§à§« রুপী জরিমানা এবং পরিবারের মাধ্যমে মুচলেকা দিলে তাঁরা ছাত্রত্ব ফিরে পাবেন।

শেখ মুজিব ছাড়া বহিস্কারাদেশ পাওয়া à¦…ন্য চারজন ছিলেন কল্যাণ চন্দ্র দাশগুপ্ত, নাঈমউদ্দিন আহমেদ, নাদেরা বেগম এবং আবদুল ওয়াদুদ। তারা সবাই জরিমানা ও মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নিলেও শেখ মুজিব মুচলেকা ও জরিমানা দিয়ে ছাত্রত্ব গ্রহণ করেননি। ওই ঘটনার দীর্ঘ ৬১ বছর পর ২০১০ সালের ১৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিলের আদেশটি প্রত্যাহার করে নেয়।

বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ই অগাষ্ট এক সামরিক অভ্যত্থানে পরিবারের বেশির ভাগ সদস্যসহ নিজ বাসভবনে নিহত হন। শেখ মুজিবুর রহমানের পরিবারের কেবল দু’জন সদস্য তখন বেঁচে ছিলেন। তারা হলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা।

তাই à§ªà§© বছর আগে মারা যাওয়া শেখ মুজিবুর রহমানকে à¦¢à¦¾à¦•া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া এই ডি-লিট ডিগ্রির কোন ব্যবহারিক মূল্য নেই। তবে তাঁর মৃত্যুর ৪৩ বছর পর এই ডিগ্রি প্রদানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সাবেক ছাত্র শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আপনি আরো পড়তে পারেন:
০১. à¦¢à¦¾à¦¬à¦¿à¦° প্রথম উপাচার্য হার্টগ বুঝেছিলেন বাঙালি সমাজে তদবির কী জিনিস!

০২. à¦…ন্ন জোটেনি,পায়ে ‍জুতা ছিল না সেই ছেলে হয়েছিলেন ঢাবির উপাচার্য

০৩. গৌরবের পথ চলায় ৯৯ বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

০৪. à¦¢à¦¾à¦¬à¦¿ ভিসি আখতারুজ্জামান: একজন ফুলব্রাইট স্কলারের গল্প

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon