Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

‘বিশ্ববিদ্যালয়ের কাজ গবেষণা করা, অ আ ক খ মুখস্থ করা নয়’

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ জুলাই, ২০১৯ Print


দুধে ক্ষতিকর এন্টিবায়োটিক থাকার দাবি করে তোলপার সৃষ্টি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে গবেষণা করে ফলাফল প্রকাশ করা। বিশ্ববিদ্যালয় শুধু অ আ ক খ মুখস্থ করাবে তা হতে পারে না। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি করে।’

১৩ জুলাই শনিবার মুঠোফোনে আলাপকালে এসব কথা বলেছেন তিনি। এর আগে আজ সকালে তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, দ্বিতীয় দফায় গবেষণা শেষে দেখা গেছে নতুন ১০টি নমুনার ১০টিতেই এন্টিবায়োটিক পাওয়া গেছে। 

এটি কোন ব্যক্তি বা কোম্পানির টাকায় ফরমায়েশি গবেষণা নয় জানিয়ে আ ব ম ফারুক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জনগণের কাছে দায়বদ্ধতা অনুভব করে। আমরা যেটা প্রকাশ করেছি সেটা সম্পূর্ণ দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রকাশ করেছি। এটা কোনো কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে করা নয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট টাকা নিয়েই এটা করেছি এবং সরকারের যে ভেজালবিরোধী কর্মকাণ্ড, সেটাকে সহযোগিতার উদ্দেশ্যেই করা হয়েছে।’

গবেষণা প্রতিবেদন জার্নালে প্রকাশ না করে কেন সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করলেন? জবাবে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব গবেষণাগুলো জার্নালে ছাপা হতে গেলে কমপক্ষে এক বছর থেকে দেড় বছর লেগে যাবে। এই সময়কালে জনস্বাস্থ্যেরও ব্যাপক আকারে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ততদিন কি আমরা বসে থাকবো? আমরা ভালোভাবেই জানি কোনটা পিআর রিভিউতে দেয়া দরকার আর কোনটা দরকার না।’

বায়োমেডিকেল রিসার্স সেন্টারের সাবেক এই পরিচালক বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল মানুষকে সতর্ক করা যাতে তারা দুধ সিদ্ধ করে খায়। প্যাকেট কেটে স্ট্র দিয়ে বিজ্ঞাপনের মত যেভাবে ঢকঢক করে করে খাওয়া হয় সেটা উচিত না। কেননা সেখানে জীবাণু পাওয়া গেছে। আমারও ধারণা ছিল যে পাস্তুরিত দুধে কোনো ভেজাল থাকবে না, কিন্তু দেখা গেল সেটা হচ্ছে। তাই এটা জনগণকে জানাতে হবে। এটাই ছিল জনগণকে জানানোর উদ্দেশ্য যাতে তারা রোগাক্রান্ত না হয়।’

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon