Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

নতুন সভাপতি-সম্পাদক পেল ঢাকা কলেজ সাংবাদিক সমিতি

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ জুলাই, ২০১৯ Print


ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নতুন সভাপতি হয়েছেন দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান শাকুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন যুগান্তরের রাজধানী প্রতিবেদক বিল্লাল হোসেন সাগর। à§§à§© জুলাই, শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনাসহ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করে ২০১১ সালে প্রতিষ্ঠিত এ à¦¸à¦‚গঠনটির সদস্যরা।

কলেজের আইসিটি ভবনের দ্বিতীয় তলার পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে (২০১ নাম্বার কক্ষে) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও  à¦‡à¦¸à¦²à¦¾à¦®à§‡à¦° ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আনোয়ার মাহমুদ এবং সমিতির সদ্য বিদায়ী সভাপতি তবিবুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম।

পরে দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংগঠটির প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। নব নির্বাচিত এই কমিটি আগামী ২০১৯-২০২০ মেয়াদে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে সভাপতি হওয়া মাহমুদুল হাসান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এবং সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর বাংলা বিভাগের শিক্ষার্থী।

এ ছাড়াও সহ-সভাপতি পদে আব্দুর রহিম (আমার সংবাদ), যুগ্ম সাধারন সম্পাদক পদে এ জেড ভূঁইয়া আনাস (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক পদে নাজমুস সাকিব (প্রথম আলো), দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল হাকিম (আমাদের নতুন সময়), প্রচার সম্পাদক সাইদুর রহমান তানভীর (বিডি২৪ রিপোর্ট), কার্যনির্বাহী সদস্য তানভীর আহমেদ (আমাদের বার্তা) এবং কার্যনির্বাহী সদস্য পদে শাহাদাত সাদমান (আমাদের অর্থনীতি) মনোনীত হয়েছেন।

ফলাফল ঘোষণার সময় অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘সমিতির নবনির্বাচিত কমিটির প্রতি আমার অনুরোধ তারা যেন ইতিবাচকভাবে কলেজকে তুলে ধরেন। প্রশাসনের কর্মকাণ্ডে ত্রুটি থাকলে সেটাও তুলে ধরার বিষয়ে তাদের অবাধ স্বাধীনতা রয়েছে।’ ঢাকা কলেজ সাংবাদিক সমিতির মাধ্যমে সাংবাদিকরা ক্যাম্পাসে সবসময় একত্রে কাজ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon