Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল:

ক্যান্টিন পরিচালকের কাছে চাঁদা দাবি হল সংসদের ভিপি-জিএসের (অডিও)

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিন পরিচালক মো. মাহফুজুল হক মোল্লা ও  à¦¤à¦¾à¦° ছেলে হেলালকে ফোন করে নানা সময়ে হল সংসদের ভিপি সজিবুর রহমান সজিব ও জিএস নাজমুল হাসান নিশান চাঁদা দাবি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ক্যান্টিন পরিচালকের অভিযোগ তারা হল সংসদের শীর্ষ দুই নেতা তার কাছে à¦ªà§à¦°à¦¾à§Ÿ চার লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

ক্যান্টিন মালিকের অভিযোগ, চাঁদার টাকা না দেওয়ায় পঁচা মাছ-মাংস ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলে ৫০ হাজার টাকা জরিমানা করে গত মাসে তাকে ক্যান্টিন পরিচালনা থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলা রানারের হাতে এ সংক্রান্ত পৃথক পাঁচটি অডিও ক্লিপ এসেছে। অডিও ক্লিপ থেকে জানা যায়, ৩০ জুনের মধ্যে চাঁদা দিতে না পারলে ক্যান্টিন গুছিয়ে হল থেকে তাদের চলে যেতে বলা হয়। অন্যথায় হলে ঢুকলে পা ভেঙ্গে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

তবে হল সংসদের ভিপি সজিবুর রহমান সজিব ও জিএস নাজমুল হাসান নিশান চাঁদাবাজি ও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, পঁচা মাছ-মাংস ও নিম্নমানের খাবার সরবরাহের কারণে মাহফুজ মোল্লাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon