Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ঢাবির ওয়েব সাইটে দাবি, ভিসির পিতা-মাতা মুক্তিযোদ্ধা

রানার ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য় অধ্যাপক ড. আখতারুজ্জামানের পিতা-মাতা উভয়েই মুক্তিযোদ্ধা বলে দাবি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে অধ্যাপক আখতারুজ্জামানের জীবন বৃত্তান্তে এমনটাই তুলে ধরা হয়েছে। তবে অনুসন্ধানে এমন তথ্যের সত্যতা মেলেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.du.ac.bd) à¦‰à¦ªà¦¾à¦šà¦¾à¦°à§à¦¯ আখতারুজ্জামান সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হয়েছে। Early life and education উপশিরোনামে তার জন্ম ও শৈশবের বর্ণনা দিতে গিয়ে লেখা হয়েছে, তিনি মিসেস ঈরন বানু ও মিঃ আবুল হাশেম খানের দ্বিতীয় সন্তান। তার বাবা মা দুজনেই বীর মুক্তিযাদ্ধা। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালিপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। ( Dr. Md. Akhtaruzzaman, the 2nd son of Mrs. Eron Banu & Mr. Abul Hashem Khan (the freedom fighters of Bangladesh in 1971), was born in Kalipur of Patharghata in Barguna.)

তবে অধ্যাপক আখতারুজ্জামানের নিজ জেলা বরগুণার পাথরঘাটায় খোঁজ নিয়ে জানা গেছে, তার বাবা-মা কেউই মুক্তিযুদ্ধ à¦•রেননি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বরগুণার মুক্তিযোদ্ধাদের যে তালিকা দেওয়া আছে সেখানেও ড. আখতারুজ্জামানের বাবা-মা'র নাম খুঁজে পাওয়া যায়নি। 

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান বলেন, ‌'ডিজিটাইজেশনকৃত মুক্তিযোদ্ধাদের তথ্য আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। এর বাইরে আমার আলাদা কোন বক্তব্য নেই।'

তবে উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বিষয়টি এড়িয়ে গেছেন। বাবা-মা উভয়েই মুক্তিযোদ্ধা কি না জানতে চাইলে তিনি সরাসরি কোন জবাব না দিয়ে বলেন, ‌'এটা আসলে ঠিক না। আমার চরিত্র হরণের জন্য বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। মানুষের মূল্যবোধের যখন অবক্ষয় হয় তখন তারা এগুলো করে।'

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon