Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

এফ রহমান হলে শোক দিবস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে অনুষ্ঠিত হলো জাতীয় শোক দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৯। স্যার এ এফ রহমান হল সংসদের সহযোগিতায় এবং এফ রহমান ডিবেটিং ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ডিবেটিং ক্লাব, জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। বারোয়ারি বিতর্ক ও উপস্থিত বক্তৃতা এ দুই পর্বে প্রতিযোগিতায় অংশ নেন বিতার্কিকরা।

বিভিন্ন ক্লাব ও বিতার্কিকদের জন্য উন্মুক্ত বারোয়ারি বিতর্ক পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং ক্লাব থেকে খাদিজা শারমিন অন্তরা।  আর ১ম রানার আপ হয়েছেন হাসান মাহমুদ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব),  ২য় রানার আপ কামরুল ইসলাম ( জসিমউদদীন হল ডিবেটিং ক্লাব), à§©à§Ÿ রানার আপ আফরোজী শাহনেওয়াজ সাচ্চু (বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব) এবং ৪র্থ রানার আপ নাঈম মোল্লা (জসিমউদদীন হল ডিবেটিং ক্লাব)। 

স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত উপস্থিত বক্তৃতা পর্বে চ্যাম্পিয়ান হয়েছেন হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম খান। আর ১ম রানার আপ হয়েছেন ফয়সাল আহমেদ এবং ২য় রানার আপ হয়েছেন জহিরুল হক  তমাল। 

 à¦¹à¦² ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় ও ক্লাবের সভাপতি ইমদাদুল হক চঞ্চলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আব্দুল আলীম খান, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুর রহিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুতি আল আসাদ, এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম মিলন ও হল সংসদের সদস্য আশিকুর রহমান লাভলু।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon