Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

স্যার এ.এফ. রহমান স্মারক সাক্ষরতা দিবস বিতর্ক প্রতিযোগিতায়

ফাইনালে লড়বে সুফিয়া কামাল ডিবেটিং ক্লাব ও বিতর্ক- একটি তার্কিক সংগঠন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৯ Print


৫ম আহম্মদ ফজলুর রহমান স্মারক সাক্ষরতা দিবস বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে উঠেছে à¦¸à§à¦«à¦¿à§Ÿà¦¾ কামাল à¦¡à¦¿à¦¬à§‡à¦Ÿà¦¿à¦‚ ক্লাব à¦“ বিতর্ক- একটি তার্কিক সংগঠন। আগামী রোববার, à§® সেপ্টেম্বর বিকেলে মুখোমুখি হবে এ দুই দলের বাক সৈন্যরা। ৬ সেপ্টেম্বর, শুক্রবার নক আউট পর্বের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দলকে হারিয়ে ফাইনালে ওঠেন তারা।

আইকন প্লাস ও এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় তিন দিন ব্যাপী এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান ডিবেটিং ক্লাব। উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার কলেজ পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর 'রউফ কলেজ ডিবেটিং ক্লাব' ও 'প্রত্যয় ডিবেটিং ক্লাব' সেমি ফাইনালে জয়ী হয়ে ফাইনালে নিজেদের নাম লিখেছে।

সেমি ফাইনালে অংশ নেয়া চারটি দলের মধ্যে ৩টিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভিত্তিক বিতর্ক সংগঠন। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি'র সঙ্গে 'বিতর্ক- একটি তার্কিক সংগঠন' এবং সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাব'র সঙ্গে হাউস অব ডিবেটরস বাক লড়াইয়ে মুখোমুখি হয়।

এর আগে কোয়ার্টার ফাইনালে রাজশাহী ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি বনাম একুশে ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বনাম সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাব, বিতর্ক- একটি তার্কিক সংগঠন বানাম বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব, হাউস অব ডিবেটরস বনাম শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব অংশ নেয়।

এছাড়াও তিতুমীর কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশ থেকে মোট ৩২টি দল বিতর্কে অংশ নেয়। এই আয়োজনের মিডিয়া সহযোগী হিসেবে রয়েছে বাংলা রানার।

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় ছিল- এই সংসদ মনে করে বাংলাদেশে উচ্চশিক্ষার (বিশ্ববিদ্যালয় শিক্ষার) সুযোগ সীমিত করা উচিৎ, এই সংসদ রিয়েলিটি শো'র মাধ্যমে তারকা খোঁজার সংস্কৃতির জন্য অনুতপ্ত, এই সংসদ(রোহিঙ্গা জাতি গোষ্ঠী) মিয়ানমার থেকে পৃথক হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই সংসদ কাশ্মীরের স্বাধীনতায় বিশ্বাস করে, এই সংসদ প্লেটনিক ভালবাসায় বিশ্বাসী না এবং এই সংসদ মনে করে ছদ্ম নারীবাদ প্রকৃত মানবতাবাদী প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon