শিরোনাম
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাহায্য করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন কীর্তিনাশা। প্রায় এক যুগ ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসা এ সংগঠনটি তার সেচ্ছাসেবী কার্যক্রমের জন্য প্রশংসিত হয়ে আসছে।
পূর্বের ধারাবাহিকতায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিতে আসা শরীয়তপুর জেলার পরীক্ষার্থীদের সহায়তা করবে সংগঠনটির সদস্যরা। বিশেষ করে ঢাকায় থাকার জায়গা নেই এমন শিক্ষার্থীদের সাহায্য করবে কীর্তিনাশা। পাশাপাশি পরীক্ষার দিন সকালে ভর্তিচ্ছুদের আসন বিন্যাস ও ভবন খুঁজে পেতে সাহায্য করবে তারা।
এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম খান বলেন, “একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ। থাকার জায়গার অভাবে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব। এছাড়া পরীক্ষার দিন সকালে কলা ভবনে আমাদের হেল্প ডেস্ক থাকবে। শরীয়তপুরের শিক্ষার্থীদেরই জন্য আমাদের এই আয়োজন থাকলেও আমরা সব জেলার ভর্তিচ্ছুদেরই তথ্য দিয়ে থাকি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কীর্তিনাশার সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, “প্রতি বছরই কীর্তিনাশা ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক নিয়ে বসে। এ বছরও আমারা সেই কাজ অব্যাহত রাখবো। জিজ্ঞাসু অভিভাবক ও শিক্ষার্থীদের আমরা সঠিক ঠিকানা খুঁজে পেতে সাহায্য করব। এ ছাড়া এই কার্যক্রমের মধ্য দিয়ে জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে একটা ভাল সম্পর্ক তৈরি হয়। অন্যান্য জেলা থেকে আগত মানুষজন আমাদের বিশ্ববিদ্যালয় ও সংগঠন সম্পর্কে ভাল ধারণা নিয়ে যায়।’’
থাকার জায়গা নেই এমন ভর্তিচ্ছুরা কীর্তিনাশার ফেসবুক পেজে ম্যাসেজ পাঠিয়ে যোগাযোগ করতে পারবেন। সংগঠনটির ফেসবুক পেজের ঠিকানা- https://www.facebook.com/DUkirtinasha/
আরও পড়ুন আপনার মতামত লিখুন
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????