Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

একযুগ ধরে ভর্তিচ্ছুদের পাশে কীর্তিনাশা, ব্যত্যয় হবে না এবারও

রানার ডেস্ক
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯ Print


ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাহায্য করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন কীর্তিনাশা। প্রায় এক যুগ ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসা এ সংগঠনটি তার সেচ্ছাসেবী কার্যক্রমের জন্য প্রশংসিত হয়ে আসছে। 

পূর্বের ধারাবাহিকতায় এবারও à¦¢à¦¾à¦•া বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিতে আসা শরীয়তপুর জেলার পরীক্ষার্থীদের সহায়তা করবে সংগঠনটির সদস্যরা। বিশেষ করে ঢাকায় থাকার জায়গা নেই এমন শিক্ষার্থীদের সাহায্য করবে কীর্তিনাশা। পাশাপাশি পরীক্ষার দিন সকালে ভর্তিচ্ছুদের আসন বিন্যাস ও ভবন খুঁজে পেতে সাহায্য করবে তারা।

এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম খান বলেন, “একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ। থাকার জায়গার অভাবে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব। এছাড়া পরীক্ষার দিন সকালে কলা ভবনে আমাদের হেল্প ডেস্ক থাকবে। শরীয়তপুরের শিক্ষার্থীদেরই জন্য আমাদের এই আয়োজন থাকলেও আমরা সব জেলার ভর্তিচ্ছুদেরই তথ্য দিয়ে থাকি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  à¦“ কীর্তিনাশার সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, “প্রতি বছরই কীর্তিনাশা ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক নিয়ে বসে। এ বছরও আমারা সেই কাজ অব্যাহত রাখবো। জিজ্ঞাসু অভিভাবক ও শিক্ষার্থীদের আমরা সঠিক ঠিকানা খুঁজে পেতে সাহায্য করব। এ ছাড়া এই কার্যক্রমের মধ্য দিয়ে জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে একটা ভাল সম্পর্ক তৈরি হয়। অন্যান্য জেলা থেকে আগত মানুষজন আমাদের বিশ্ববিদ্যালয় ও সংগঠন সম্পর্কে ভাল ধারণা নিয়ে যায়।’’

থাকার জায়গা নেই এমন ভর্তিচ্ছুরা কীর্তিনাশার ফেসবুক পেজে ম্যাসেজ পাঠিয়ে যোগাযোগ করতে পারবেন। সংগঠনটির ফেসবুক পেজের ঠিকানা- https://www.facebook.com/DUkirtinasha/

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon