Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ | বাংলা

শিরোনাম

গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  এফ রহমান ডিবেটিং ক্লাবের সভাপতি শাখাওয়াত, সম্পাদক আশিক বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines স্যার এ এফ রহমান: এক মহান শিক্ষকের গল্প ছয় সন্তানকে উচ্চ শিক্ষত করে সফল জননী নাজমা খানম ‘সুলতানার স্বপ্ন’ সাহিত্যকর্মটি কি নারীবাদী রচনা? কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন
Home / ক্যাম্পাস

সাংগঠনিক ইউনিটে কমিটি দেওয়ার নির্দেশনা পাননি ছাত্রলীগের ভারপ্রাপ্ত নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ Print


20K

ছাত্রলীগের সাংগঠনিক ইউনিটগুলোতে কমিটি গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্পষ্ট কোন নির্দেশনা পাননি ছাত্রলীগের ভারপ্রাপ্ত নেতৃত্বদ্বয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের  ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের নেতৃত্বে সংগঠনটির কয়েকজন নেতা গণভবনে শেখ হাসিনার সাথে দেখা করেন। ছাত্রলীগের কমিটি গঠনের ১৩ মাস পেরিয়ে গেলেও ছাত্রলীগের ১১১ টি সাংগঠনিক ইউনিটের মাত্র দুটি ইউনিটে নতুন কমিটি গঠন করতে পেরেছে ছাত্রলীগ। ৪টি ইউনিটে সম্মেলন হলেও এখনো কমিটি দেওয়া হয়নি। গণভবনে উপস্থিত একজন ছাত্রলীগ নেতা এই বিষয়ে শেখ হাসিনার কাছে পরামর্শ চাইলে তিনি ছাত্রলীগ নেতাদের কোন স্পষ্ট নিদের্শনা দেননি বলে জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া ছাত্রলীগের একজন যুগ্ন-সাধারণ সম্পাদক বলেন, ‘‘বৈঠকের এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে কমিটি দেওয়া বাকি আছে এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ চান। কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট করে কিছু না বলে আমাদেরকে বিভিন্ন জেলা এবং বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সফরের পরামর্শ দেন। সেই জায়গাগুলোতে পাঠচক্র আয়োজনের কথা বলেন।’’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী কমিটি দিতেও বলেননি আবার নাও করেননি।’’

এই বিষয়ে বৈঠকে উপস্থিত কয়েকজন ছাত্রলীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগের ইমেজ ধরে রাখতে বলেন। ছাত্রলীগের কারণে দেশের উন্নয়নের সুনাম নষ্ট হোক এটাও তিনি চাননা। এছাড়া ছাত্রলীগকে ত্যাগ করা শিখার এবং লোভ পরিহার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তারা বলেন, ছাত্রলীগের নেতাদের প্রোটোকল নিয়ে না ঘুরার পরামর্শ দেন। ছাত্রলীগের বিভিন্ন অর্জন, আন্দোলন- সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় পাঠচক্র করার পরামর্শ দেন শেখ হাসিনা। তবে কমিটি গঠনের বিষয়ে স্পষ্ট কোন নির্দেশনা দেয়নি।

ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক কাজ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নিয়ে কাজ করতে বলেছেন বলে জানান তারা।

ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা তো এখন বুঝদার। আপা (প্রধানমন্ত্রী) তো আর এমন বলবে না যে, তোমাদের সাইনিং পাওয়ার দিয়ে দিলাম। আপা আমাদের বলেছে যে তোমরা তোমাদের কার্যক্রম ভালোমত চালাও, সমস্যা নেই। এই-ওই কাজগুলো কর, সংগঠনকে আরো গতিশীল কর। এই কাজ করার মানে কি? আপা তো তাহলে বলতো যে, তোমাদের এখন কিছু করার নেই, শুধু বইসা থাকো।’’

তিনি বলেন, ‘‘আপা চাচ্ছে, ছাত্রলীগের যে একটা জনপ্রিয় ইমেজ আছে, এটা যাতে কোনভাবে ক্ষুন্ন না হয়। ছাত্রনেতাদের যে গুনাবলী সেগুলো যাতে আমরা ধারণ করে চলতে পারি। এতো মানুষকে হ্যারেজমেন্ট করে হর্ন দিয়ে মোটরসাইকেল নিয়ে যেন না ঘুরি- এগুলো পরিত্যাগ করার জন্য আপা বলেছে।’’

‘সর্বোপরি দেশের যে উন্নয়ন হয়েছে সেটি কোনভাবেই যেন ছাত্রলীগের জন্য বাধাগ্রস্ত না হয় সেইদিকে খেয়াল রাখতে বলেছেন। তিনি আমাদের কাছে স্মৃতিচারণ করেন তার ওই সময়ের ছাত্রলীগের আন্দোলন-সংগ্রামের কথা।’’

নাহিয়ান বলেন, ‘‘মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মশালার আয়োজনের কথা বলেন তিনি। বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস তরুন সমাজকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে সেখানেও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এই কর্মশালা আয়োজনের পরামর্শ দিয়েছেন তিনি।’’

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় গত বছরের ১১ ও ১২ মে। আড়াই মাস পর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়। সম্মেলনের এক বছর পর গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়।

এরপর গত ১৪ সেপ্টেম্বর কমিটির প্রায় ১১ মাস বাকি থাকতেই চাঁদাবাজির অভিযোগে সমালোচনার মুখে থাকা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। একই দিন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon