Bangla Runner

ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ | বাংলা

শিরোনাম

বিখ্যাতদের ১০ উক্তি টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজী সিস্টেমের কোনো বদল আসেনি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রম্য বিতর্ক: ‘কুরবানীতে ভাই আমি ছাড়া উপায় নাই!’ সনাতনী বিতর্কের নিয়মকানুন গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines
Home / ক্যাম্পাস

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আ ক ম জামাল:

কোটা বিরোধীদের বাংলাদেশের কোথাও দাঁড়াতে দেবে না মুক্তিযুদ্ধ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ অক্টোবর, ২০১৯ Print


68K

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল বলেছেন, à¦†à¦®à¦°à¦¾ কোটা বিরোধী আন্দোলন প্রতিহত করতে সক্ষম হয়েছি। কোটা বিরোধী ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে আমরা ঢাকাবিশ্ববিদ্যালয়ে দাঁড়াতে দেইনি। আগামীতেও বাংলাদেশের কোথাও আমরা তাদের দাঁড়াতে দেব না। শুক্রবার, ৪ সেপ্টেম্বর বিকেলে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে à¦¢à¦¾à¦•à¦¾ বিশ্ববিদ্যালয়ের কারাস অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘আসুন দুর্নীতিবাজ মুখোশধারীদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি’ শীর্ষক ওই আলোচনা সভায় à¦¤à¦¿à¦¨à¦¿ বলেন, ‌‌আমরা এতদিন দুর্নীতিবাজদের কুশপুত্তলিকা বানিয়ে তাদেরকে ডাস্টবিনে ফেলেছি। আমরা আর দুর্নীতিবাজদের কুশপুত্তলিকা বানাব না। আমরা তাদের ঘর থেকে ধরে এনে বঙ্গপসাগরে ফেলে দেব। আমরা তাদের অবৈধ টাকা ছিনিয়ে এনে সেই টাকা জনগণের মাঝে বিলিয়ে দেব। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধকে আমরা দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ হিসেবে নিলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে à¦…র্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন, মুক্তিযোদ্ধা ছিলেন দু’ধরণের। এক হল বাই চয়েস মানে স্বেচ্ছায় যারা যুদ্ধে গিয়েছিলেন আর দ্বিতীয়টি হল বাই চান্স বা ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান ছিলেন ঘটনাক্রমে মুক্তিযোদ্ধা। আর আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছি তারা মৃত্যুকে জেনে নিয়েই গিয়েছি।

দুর্নীতিবিরোধী অভিযান বিষয়ে তিনি বলেন, আমার ভয় হয়। কারণ à¦¬à¦™à§à¦—বন্ধু ১৯৭৫ সালের মার্চ মাসে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আমার কৃষক দুর্নীতি করে না, আমার শ্রমিক দুর্নীতি করে না, দুর্নীতি করে ‘শিক্ষিত্’ লোক। তিনি তাদের ‘শিক্ষত’ বলেন নাই, বলেছেন ‘শিক্ষিত্’। ২০% শিক্ষত লোকের মধ্যে ৫% লোক দুর্নীতি করে। তিনি দুর্নীতির বিরুদ্ধে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তারপর আর তাকে বাঁচতে দেওয়া হয় নাই। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যখন দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছেন তখন ষড়যন্ত্রকারীরা বসে নেই। ষড়যন্ত্র যে হচ্ছে না- এ কথা আমরা কেই বলতে পারব না।

মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি শাখার সাধারণ সম্পাদক à¦†à¦² মামুনের à¦¸à¦žà§à¦šà¦¾à¦²à¦¨à¦¾à§Ÿ ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল à¦¬à¦²à§‡à¦¨, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন তাদের অনুষ্ঠানে এমপি-মন্ত্রীদের অতিথি করে না সে বিষয়ে আপনারা নানা সময়ে প্রশ্ন করে থাকেন। আজ আমি আপনাদের সেই বিষয়টি জানাতে চাই। জননেত্রী শেখ হাসানি সংসদে একদিন বলেছেন, তিনি ছাড়া বাকি সবাইকে কেনা যায়। তার মানে হল সকল এমপি-মন্ত্রীকে কেনা যায় অর্থাৎ তারা দুর্নীতিগ্রস্থ। তাই মুক্তিযুদ্ধ মঞ্চ আগামীতেও কখনোই এমপি-মন্ত্রীদের অনুষ্ঠানে অতিথি করবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি à¦¤à¦¾à¦¨à¦­à§€à¦° মাহতাব সৈকত বলেন, দলের নাম ব্যবহার ও বিক্রি করে যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে তাদের দল থেকে বহিস্কার করে দেয়া হোক। তাদের রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত পদ থেকে অপসারণ করা হোক।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সনেট ইসলাম, ঢাবির মুক্তিযোদ্ধা à¦œà¦¿à§Ÿà¦¾à¦‰à¦° রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের তাওহিদুল ইসলাম মাহিম, স্যার এ এফ রহমান হল শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন সরকারসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে রাতে ডাকসু ক্যাফেটেরিয়াতে এক বিশেষ à¦¨à§ˆà¦¶ ভোজের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon