Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

সদরপুরে শিক্ষার্থীদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ অক্টোবর, ২০১৯ Print


ফরিদপুর জেলার সদরপুরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সম্প্রতি ফরিদপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য এস.আই.সোহাগ মুন্সীর নেতৃত্বে সদরপুর সরকারি কলেজ ও মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ ও পাঠচক্রের আয়োজন করা হয়েছে।

সদরপুর সরকারি কলেজের অধ্যাক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়ের হাতে কলেজ লাইব্রেরি'র জন্য বই তুলে দেন তারা। মহিলা কলেজে বই বিতরণের সময় উপস্থিত ছিলেন কলেজটির অধ্যাক্ষ মোঃজাহাঙ্গির আলম, শিক্ষক মুস্তাফিজুর রহমান(মামুন) ও আসাদুজ্জামান নূর।

ঢেউখালী উচ্চ বিদ্যালয়ে বই বিতণের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ হানিফ মিয়া, শিক্ষক আবুল কালাম আজাদ ও মোঃ নূর ইসলাম।

এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন ছাত্রলীগ কর্মী রায়হান বিন ফারহান, বায়েজিদ চোকদার, মোঃ আবদুল্লাহ ও মোঃ অলিক।

এ বিষয়ে সোহাগ মুন্সী বলেন, নতুন প্রজন্ম তখনি বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগের কর্মী হবে যখন বঙ্গবন্ধুর জীবনের প্রত্যেকটি ত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানবে ও বুকে ধারণ করবে। আর তার জন্য এই বইটি আমরা ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে প্রদান করছি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon