Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

জোবাইক পাওয়া যাবে ঢাবির যেখানে যেখানে

ঢাবি প্রতিনিধি
রবিবার, ০৬ অক্টোবর, ২০১৯ Print


কার্বন ফ্রি ক্যাম্পাস বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা জোবাইক ‘চক্কর’। সোমবার (৭অক্টোবর) থেকে পরীক্ষামূলকভাবে সেবাটি চালু হচ্ছে বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক শামস-ই নোমান।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি আবাসিক হল, কার্জন হল, কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান ভবন, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ প্রয়োজনীয় স্থানগুলোতে বাইসাইকেলের স্ট্যান্ড থাকবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ এ সেবা নিতে পারবেন। আর এর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে ডাকসু।

যেভাবে চলবে জোবাইক:

জোবাইকের স্মার্ট সাইকেলের সঙ্গে থাকবে অত্যাধুনিক লক, সোলার প্যানেল ও জিপিএস।  এই সাইকেলের লক খোলার জন্য দরকার হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপের মাধ্যমে সাইকেলের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি ব্যবহার করা যাবে। আর চক্কর সেবা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য।

অ্যাপের মাধ্যমে স্ক্যান করে সাইকেলের লক খোলার সঙ্গে শুরু হবে সময় গণনা। গন্তব্যে পৌঁছে ব্যবহারকারী যখন সাইকেলটি স্ট্যান্ড করে পুনরায় লক করবেন তখন শেষ হবে তার রাইড।

সাইকেলটি ব্যবহারের জন্য ঢাকায় প্রতি মিনিটে এক টাকা করে গুনতে হলেও ঢাবি শিক্ষার্থীদের গুনতে হবে প্রতি পাঁচ মিনিটে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা।রাইডের মূল্য পরিশোধ করতে সাইকেল স্ট্যান্ডের কাছে একটি রিচার্জ সেন্টার থাকবে। সেখান থেকে ব্যবহারকারীরা জোবাইকের অ্যাপে রিচার্জ করতে পারবেন। আর সেই অ্যাকাউন্ট থেকেই রাইডের ভাড়া পরিশোধ করতে পারবেন।

এ বিষয়ে শামস-ই নোমান বলেন, সোমবার থেকে পরীক্ষামূলক ও ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা ‘চক্কর’ চালু হচ্ছে। শুরুর দিকে ১০০টি সাইকেল নিয়ে এ সেবা চালু হবে। এরইমধ্যে ৩০টি সাইকেল নিয়ে এসেছি। বাকি সাইকেলগুলোও এসে পড়বে। কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে জোবাইক সেবা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেবো।

তিনি বলেন, এটি একটি পরিবেশবান্ধব যানবাহন। ‘কার্বন ফ্রি’ ক্যাম্পাস বিনির্মাণে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা ‘চক্কর’ একটি খুব ভালো পদক্ষেপ হিসেবে গণ্য হতে পারে৷ তাছাড়া, ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াতের জন্য রিকশা পেতে শিক্ষার্থীদের মাঝে মাঝে যে দুর্ভোগের শিকার হতে হয়। সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এই সেবাটির মাধ্যমে। তাছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি শারীরিক ব্যায়ামেরও একটি মাধ্যম হতে পারে এই সেবা৷

আগের তুলনায় জোবাইকের ভাড়া আরো কম পরবে দাবি করে নোমান বলেন, আমি ভাড়ার বিষয়ে জোবাইক কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করেছি। সাধারণত ঢাকায় জোবাইক সেবা প্রতি মিনিটে ১ টাকা করে নিলেও ঢাবি ছাত্রদের জন্য প্রথমে বলা হয়েছিল ৫ মিনিটে ৩ টাকা রাখা হবে। কিন্তু, এখন প্রতি ৫ মিনিটে রাখা হবে ২ টাকা ৫০ পয়সা এবং ৫ মিনিটের পর থেকে প্রতি মিনিটের জন্য ৪০ পয়সা করে ধরা হবে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon