ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুর ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের লিফট" /> মূলপাতা | বাংলা রানার
Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

সমালোচনার মুখে উপাচার্য না গেলেও লিফট কিনতে ইউরোপ যাচ্ছেন আট শিক্ষক-কর্মকর্তা

ত্রিশাল প্রতিনিধি
রবিবার, ০৬ অক্টোবর, ২০১৯ Print


ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুর ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের লিফট কেনার জন্য সুইজারল্যান্ড ও স্পেন সফরে যাওয়ার কথা ছিল উপাচার্য ও শিক্ষক-কর্মকর্তা মিলিয়ে নয়জনের। কিন্তু এ নিয়ে নানা সমালোচনা মুখে অবশেষে উপাচার্য তার সফর বাতিল করেছে। তবে বাকি আট শিক্ষক-কর্মকর্তা ঠিকই যাচ্ছেন ইউরোপে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও ব্যবসা অনুষদের জন্য ১০ তলা করে দুটি ভবনসহ চলছে অন্যান্য নির্মাণ কাজ। প্রকল্পে বিভিন্ন ভবনের জন্য সব মিলিয়ে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১৫টি লিফট কেনা হচ্ছে। সেই লিফট সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স।

প্রি-শিপমেন্ট ইন্সপেকশনের জন্য চলতি মাসের ২০ থেকে ২৯ তারিখ পর্যন্ত ওই দুই দেশে সফরে থাকবেন তারা। এ সময় তাদের বিমান ভাড়া থেকে সব খরচ মেটাবে লিফট সরবরাহকারী প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বলছেন, প্রাক-চালান পরিদর্শন বা প্রি-শিপমেন্ট ইন্সপেকশন হিসেবে ইউরোপের দুই দেশে সফরকারীরা কেউই এই বিষয়ে অভিজ্ঞ নন। তাই এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এদিকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান জানান, তিনি এই সফর বাতিল করেছেন। তবে লিফট কেনার চুক্তির সময় এই বিদেশ সফরের কথা উল্লেখ ছিল, তাই ক্রয় কমিটির সদস্যরা যাচ্ছেন।

উপাচার্য বলেন, ‘লিফটগুলো সাপ্লাই দেবে সুইজারল্যান্ড ও স্পেনের দুটি ফার্ম। তাদের চুক্তিই ছিল উপাচার্যসহ লোকাল প্রজেক্ট ইমপ্লিম্যানটেশন কমিটির সদস্যরা দুটি লিফটের জন্য একজন করে যাবে। সাপ্লাইয়ের আগে যাচাই-বাছায়ের জন্য এ টিমকে তারা আমন্ত্রণ জানায়। এটি একদম বিধিসম্মত। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি কোনো টেকনিক্যাল পার্সন নই। আমি তো লিফটের ভালো কিছু বুঝি না। শুধু দেশ ভ্রমণের জন্য যাওয়া ঠিক হবে না। তাই আমি মনে করেছি, আমার না যাওয়াটাই উচিত। তাই আমি যাচ্ছি না।’

তাদের টাকা দিয়ে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন করা কতটা যৌক্তিক-এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘তাদের টাকা দিয়ে তারা যদি ইন্সপেকশন করায়, এটা যৌক্তিক কি না সেটা তারাই বুঝবে, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমি যতটুকু বুঝতে পারি তা হচ্ছে, তাদের ফার্মকে অ্যাট্রাকটিভ করার জন্য এমন একটা প্যাকেজ তারা রাখে।’

ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্সের এরিয়া মার্কেটিং অফিসার জুবায়ের আহমেদ রিজভী কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে লিফট সরবরাহের কথা নিশ্চিত করে জানান, এই বিশ্ববিদ্যালয় ৫৫০০৩ (বাণিজ্যিক) মডেলের দুই ক্যাটাগরির লিফট কিনবে। ১০০০ কেজির একটি ক্যাটাগরির প্রতিটি লিফট সুইজারল্যান্ড থেকে আনতে খরচ পড়বে প্রায় ৫৮ লাখ টাকা। আর ১২৫০ কেজির আরেক ক্যাটাগরির জন্য খরচ হবে ৭৫ লাখের কাছাকাছি

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon