Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

দুর্নীতির বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ঢাবিতে আলোর মিছিল

ঢাবি প্রতিনিধি
রবিবার, ০৬ অক্টোবর, ২০১৯ Print


প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে আলোর মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার, à§« অক্টোবর সন্ধায়  বি্শ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আলোর মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়। মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘দুর্নীতির বিরুদ্ধে, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

আলোর মিছিলে শিক্ষার্থীরা প্রত্যাশা করেন, চলমান শুদ্ধি অভিযানের ঢেউয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতা, শিক্ষক নিয়োগে অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, গবেষণায় চৌর্যবৃত্তি ও ছাত্ররাজনীতির অবক্ষয়ের মতো বিষয়গুলোরও বিলোপ হবে।

কর্মসূচির উদ্যোক্তা ডাকসুর সদস্য তানভীর হাসান বলেন, এত দিন ধরে অন্ধকারে থাকা সমাজকে বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা যে আলোর দিশা দেখিয়েছেন, তার ছোঁয়া যেন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছায়। শুদ্ধিকরণের মাধ্যমে ইতিমধ্যে তিনি ছাত্ররাজনীতিকে অনন্য মাত্রা দিয়েছেন। এই ধারা অব্যাহত থাক। আমরা আশাবাদী, প্রধানমন্ত্রীর এই অভিযান বাংলাদেশের আপামর জনসাধারণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুঃখ-দুর্দশা লাগবেও সাহায্য করবে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon