Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

বুয়েটের হলে মধ্য রাতে শিক্ষার্থীর লাশ!

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৭ অক্টোবর, ২০১৯ Print


বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের গায়ে আঘাতের চিহ্ন থেকে সহপাঠীদের ধারণা, ওই শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত ওই শিক্ষার্থী হলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকতেন। রোববার দিবাগত রাতে হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর  মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

ফাহাদের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

শেরে বাংলা হলের রাত্রিকালীন ডিউটিতে থাকা শিক্ষক ডা. মাসুক এলাহী জানান, তিনি খবর পেয়ে ছুটে গেলে  হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি স্থানে ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ফাহাদের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন।

জানা যায়, রবিবার রাত ০৮টার দিকে একদল ছাত্র ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায়। পরে মধ্য রাতে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্যান্য শিক্ষার্থীরা। ফাহাদের শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের ধারণা ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কেন তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুয়েটের অনেক শিক্ষার্থী দাবি করেছেন, ফাহাদের একটি ফেসবুক পোস্টের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon