Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব: লেখক ভট্টাচার্য

ঢাবি প্রতিনিধি
সোমবার, ০৭ অক্টোবর, ২০১৯ Print


নির্যাতনে বুয়েট শিক্ষার্থীকে হত্যার ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। এ সময় তার পাশেই বসা ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।      

লেখক ভট্টাচার্য সাংবাদিকদের কাছে বলেন, 'আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ ছাত্রলীগের কোন কর্মী যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাদেরকে বহিস্কার করব।' 

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনী আমাদের কাছ থেকে সাহায্যে চাইলে আমরা সাহায্য করব। ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আমরা ঘটনার জন্য নিন্দা জানাচ্ছি।'

প্রসঙ্গত, রোববার দিবাগত রাতে শেরে বাংলা হলের শিক্ষার্থী আবরার ফাহাদকে তার কক্ষ  থেকে ডেকে নিয়ে নির্যাতন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে গভীর রাতে হলের দ্বিতীয় তলায় তার লাশ দেখতে পায় শিক্ষার্থীরা। 

একাধিক সূত্রে জানা গেছে, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকতেন। 

তার পিতার নাম বরকত উল্লাহ। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গার গ্রামের বাড়ি থেকে রোববার ঢাকায় ফেরেন। আর রোববার দিবাগত রাতেই নির্যাতনের মুখে মৃত্যু হয় তার।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon