ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে অস্ত্র ঠেকিয়ে দুই শিক্ষার্থীকে হুমকি" /> মূলপাতা | বাংলা রানার
Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ঢাবির মুহসীন হল থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা আটক

ঢাবি প্রতিনিধি
মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০১৯ Print

ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসানের সাথে গ্রেফতারকৃত তুষার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে অস্ত্র ঠেকিয়ে দুই শিক্ষার্থীকে হুমকি দেওয়ার পর পিস্তল ও ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে প্রক্টোরিয়াল বডি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হাসিবুর রহমান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসানের অনুসারী ছিলেন তিনি।

আটককৃতরা হলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিগত কমিটির সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার ও উপ-অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর আলিফ। এই ঘটনায় ইমরান ফরহাদ ইমন নামে একজন পলাতক রয়েছে। তিনি মুহসীন হল ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন। 
 
মঙ্গলবার (à§® অক্টোবর)  রাত পৌনে ৮টার দিকে হলের ১২১ নং রুমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওই রুম থেকে ফুল লোডেড একটি রিভলবার, ছয় পিস ইয়াবা, এক বোতল ফেন্সিডিল, সিসি ক্যামেরা, বেশ কয়েকটি রড ও একটি খেলনা রাইফেল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী ও হল অফিসসুত্রে জানা যায়, আজ বিকেল ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার হলের ৩১৪ নং রুম দখল করতে যায়। এতে হল ছাত্রলীগের উপ-ছাত্রবৃত্তি সম্পাদক রিয়াজ ফরাজী ও হল সংসদের বহিরাঙ্গন ক্রিড়া সম্পাদক জাহিদ হাসান তাকে বাধা দেয়।  এতে ক্ষুদ্ধ হয়ে সন্ধ্যার দিকে প্রথমে জাহিদকে এবং পরে রিয়াজকে হলের রুমে ডেকে নিয়ে রাজনীতি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তুষার।

হলের শিক্ষার্থীদের ভাষ্য, তুষার ছাত্রলীগের কেন্দ্রীয় ও হল শাখার কয়েকজন নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে হলে ইয়াবার ব্যবসা করে আসছে। কিন্তু প্রশাসন তাদের তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি।

হল প্রাধ্যক্ষ নিজামুল হক ভুইয়া বলেন, তুষার আমাদের হল সংসদের এক নেতা এবং আরেক শিক্ষার্থীকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছিলো। প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে রুম থেকে পিস্তল ও মাদক দ্রব্য উদ্ধার করেছে। তাদের হল থেকে বহিষ্কার করা হবে। এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হবে বলেও জানান তিনি।

এতদিন কোন ব্যবস্থা নেওয়া হয়নি-এমন প্রশ্নের জবাবে প্রাধ্যক্ষ বলেন, আমরা দুইবার তার রুমে অভিযান চালিয়েছে। কিন্তু তার রুম বন্ধ পাওয়া যায়। তখন ছাত্রলীগের বিগত এক সভাপতি সুপারিশ করেছিলো। তবে ওই নেতার নাম বলতে চাননি তিনি।

এর আগে গত ২১ জুলাই মাস্টার দা সূর্যসেন হলের সামনে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন নিজের পকেটে রাখা গুলিতে গুলিবিদ্ধ হয়েছিলেন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon