Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

আবরার হত্যা: বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ Print


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আজ মঙ্গলবার বিকেল ৫টায় ঘোষণা করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা পৌনে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষার কারণে দুইদিন আন্দোলন শিথিল রাখার পর আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও জড়ো হতে থাকেন তারা।  à¦¤à¦¬à§‡ তাদের কোনো ধরণের কর্মসূচি পালন করতে দেখা যায়নি।  à¦¬à¦°à§à¦¤à¦®à¦¾à¦¨à§‡ তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে পরবর্তী কর্মসূচি সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছেন।  à¦†à¦²à§‹à¦šà¦¨à¦¾à¦° মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।

গত ৬ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ-ভারত চুক্তির বিষয়ে স্ট্যাটাস দেয়ার জের ধরে  à¦¬à¦¿à¦¶à§à¦¬à¦¬à¦¿à¦¦à§à¦¯à¦¾à¦²à§Ÿà§‡à¦° শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীদের কয়েকজন নেতা তাকে শিবিরকর্মী আখ্যা দিয়ে তাকে ছয় ঘণ্টা ধরে বেদম পেটায়।  à¦à¦° ফলে তিনি মারা যান।  à¦à¦° পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ১০ দফা দাবি উত্থাপন করেন।  à¦à¦‡ দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং নিরাপত্তার কথা বলে আসন্ন ভর্তি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান। 

পরবর্তীতে গত শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বৈঠক হয়।  à¦¸à§‡à¦–ানে উপাচার্য শিক্ষার্থীদের ১০ দফা দাবির বিষয়ে আশ্বস্ত করলেও ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে দেখা দেয় দ্বিমত।  à¦¬à§à§Ÿà§‡à¦Ÿ প্রশাসন নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে চাইছিলো, অন্যদিকে শিক্ষার্থীরা চাইছিলেন তারিখটি পেছানো হোক।  à¦¬à§ˆà¦ à¦• শেষে রাত পৌনে ১১টার দিকে বুয়েট শহীদ মিনারের পাদদেশে প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীরা নিজেদের অবস্থান জানান।  à¦¸à§‡à¦–ানে তারা তাদের ১০ দফা দাবির মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য পাঁচ দাবি মেনে নিলে পরীক্ষা নেওয়ার বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে একমত হবেন বলে ঘোষণা দেন।

পরদিন শনিবার (১২ অক্টোবর) তাদের পাঁচ দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ দিলে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষা হতে না দেয়ার দাবি থেকে সরে আসার ঘোষণা দেন শিক্ষার্থীরা।  à¦à¦°à¦‡ পরিপ্রেক্ষিতে তারা গত ১৩ ও ১৪ অক্টোবর এই দুইদিন আন্দোলন শিথিল রেখে ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।  à¦¤à¦¬à§‡ সেখানে পরবর্তীতে আবারো তারা আন্দোলনে নামবেন বলে জানান। à¦à¦°à¦‡ পরিপ্রেক্ষিতে আজ থেকে আবারও আন্দোলন পুরোদমে চলবে বলে জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon