Bangla Runner

ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ | বাংলা

শিরোনাম

বিখ্যাতদের ১০ উক্তি টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজী সিস্টেমের কোনো বদল আসেনি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রম্য বিতর্ক: ‘কুরবানীতে ভাই আমি ছাড়া উপায় নাই!’ সনাতনী বিতর্কের নিয়মকানুন গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines
Home / ক্যাম্পাস

রাবিতে ভর্তি পরীক্ষা:

স্বেচ্ছাসেবী ছাত্রলীগের প্রশংসা অভিভাবকদের

সাঈদ সজল, রাবি প্রতিনিধি
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ Print


62K

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহযোগিতায় নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের হাতে হাতে কলম ও সুপেয় পানি বিতরণ করাসহ স্বেচ্ছাসেবা দিয়েছে নেতা-কর্মীরা। তাছাড়া দিনব্যাপী এ কর্মসূচিতে হেল্প ডেস্ক স্থাপন করে শিক্ষার্থীদের তথ্য সহযোগিতা দিয়েছেন তারা। ছাত্রলীগের এই কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও ভর্তিচ্ছুরা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে অস্থায়ী হেল্পডেস্ক বসিয়ে সেখান থেকে শিক্ষার্থীদের সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে। পানির বোতল ও কলম হাতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পয়েন্ট গিয়ে ভর্তিচ্ছুদের মাঝে তা বিতরণ করছেন তারা। তাদের আচরণ ও সহযোগিতায় মুগ্ধ হয়েছেন অভিভাবকরা।

সিরাজুল ইসলাম নামে এক à¦…ভিভাবক বলেন, ‘আবরার হত্যাকান্ডসহ কয়েকটি নেতিবাচক কাজে দেশজুড়ে ছাত্রলীগের যে ইমেজ সংকট, সেখানে রাবি ছাত্রলীগের এ ধরনের কার্যক্রমে সবাই প্রশংসা করছে। যেখানে আমরা বসেছিলাম, সেখানে সবাই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করেছে। আমার কাছেও বিষয়টি দারুণ মনে হয়েছে। ছাত্রলীগের কাছ থেকে এ ধরনের কার্যক্রম-ই আমরা আশা করি।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা রত্না বেগম বলেন, ‘দ্বিতীয় শিফটে আমার মেয়ের পরীক্ষা ছিল। আমরা একাডেমিক ভবনের সামনে বসেছিলাম। হঠাৎ কয়েকজন ছেলে আমাদেরকে পানি ও কলম দেয়। পরে জানলাম তারা ছাত্রলীগের নেতাকর্মী। তারা খুব ভালো কাজ করছে। আমার বিষয়টি ভালো লেগেছে।’

ছাত্রলীগ সূত্রে জানা যায়, যেসকল ভর্তি পরীক্ষার্থী (ছেলে-মেয়ে উভয় ) ভর্তি পরীক্ষার আগের দিন ক্যাম্পাসে এসেছে তাদের জন্য হলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হলে অবস্থানকারী ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রতিটি হলে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। ক্যাম্পাসের তিনটি গেইটেসহ বিভিন্ন পয়েন্টে ভর্তি পরীক্ষাদের পথ নির্দেশনা প্রদানের জন্য হেল্প-ডেস্ক বসেছে।

রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ভাই-বোনদের সার্বিক সহযোগিতায় আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সোচ্চার। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মতিহারের সবুজ চত্ত্বরে উষ্ণ অভিনন্দন। তাদের সাহায্য-সহযোগীতায় আমাদের নেতা-কর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগ ছাত্রদের অধিকার ও তাদের সেবায় কাজ করে। ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় আমরা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করি। তাছাড়া রাতে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থাসহ মোমবাতি ও মশার কয়েল বিতরণ করেছি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon