Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই:

ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি ফয়সাল, সম্পাদক জাহিদ ও ইয়াসিন

ঢাবি প্রতিনিধি
শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ Print


ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-র নতুন সভাপতি হয়েছেন এসএম আবদুল্লাহ আল ফয়সাল এবং সাধারণ সম্পাদক পদে যৌথভাবে মো. জাহিদ হোসেন ও মো. ইয়াসিন আরাফাত নির্বাচিত হয়েছেন।সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পাওয়ায় ছ’মাস করে দুজনে দায়িত্ব পালন করবেন।২০১৯-২০ সেশনে আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সংগঠনের গঠনতন্ত্রে ৩১ সদস্যের কমিটি গঠন করার কথা থাকলেও গত বছর ৪৪ সদস্যের কমিটি করা হয়।

তাদের মধ্যে সভাপতি ফয়সাল ফজলুল হক হল বিতর্ক ক্লাবের সাবেক সভাপতি। তিনি রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক জাহিদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল বিতর্ক ক্লাবের সভাপতি ও দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অপর সাধারণ সম্পাদক ইয়াছিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তারা তিন জনই ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

নানা নাটকীয়তা শেষে ২৬ অক্টোবর, শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নতুন এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন।এ সময় আরো উপস্থিত ছিলেন-  à¦¨à¦¿à¦°à§à¦¬à¦¾à¦šà¦¨ পর্যবেক্ষক তাওহিদা জাহান এবং সহকারী নির্বাচন কমিনার রাকিব সিরাজী ও মোঃ আব্দুল্লাহ-আলমুতি আসাদ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল থেকে একজন করে প্রতিনিধি ভোটার হিসেবে তাদের ব্যালট প্রদান করেন। বেলা ১টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় ৩টায়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়,  à¦®à§‹à¦Ÿ ১৮টি ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে এসএম আবদুল্লাহ আল ফয়সাল সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাত জাহান নুর ইভা পেয়েছেন ০৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. জাহিদ হোসেন ও মো. ইয়াসিন আরাফাত উভয়ে ০৯টি করে ভোট পান।ফলে এই পদে তাদের উভয়কেই বিজয়ী ঘোষণা করা হয়। তাদেরে মধ্যে প্রথম ছয় মাস জাহিদ এবং পরের ছয় মাস ইয়াসিন দায়িত্ব পালন করবেন।

ফলা্ফল ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকদ্বয়কে নিয়ে নির্বাচন কমিশনাররা সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাদের অভিনন্দন জানান।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon