Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

বক্তৃতা:

“একদিন আমি নিজেই যেন সবার 'পরিচয়' হতে পারি”

রানার ডেস্ক
শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ Print


সম্প্রতি পুলিশের সাবেক আইজিপি একে এম শহীদুল হক নিজের প্রতিষ্ঠিত à¦®à¦œà¦¿à¦¦ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে à¦†à¦¤à§à¦®à¦¬à¦¿à¦¶à§à¦¬à¦¾à¦¸à§€ এক বক্তব্য রাখেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহবুবা খান ঐশী। à¦šà¦²à¦¤à¦¿ বছরের শুরুর দিকে à¦®à§‡à¦§à¦¾à¦¬à§ƒà¦¤à§à¦¤à¦¿ পরীক্ষায় অংশ নিয়ে বিজয়ী হন তিনি। গত ২৫ অক্টোবর বিকেলে à¦¶à¦°à§€à§Ÿà¦¤à¦ªà§à¦°à§‡ দেওয়া à¦“ই বক্তব্যটি à¦ªà¦¾à¦ à¦•দের জন্য তুলে ধরা হল-

“বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি,  à¦¬à¦¿à¦¶à§‡à¦· অতিথিবৃন্দ, শিক্ষার্থী ভাই ও বোনেরা, অভিভাবকবৃন্দ ও সমবেত সুধীমন্ডলী সবাইকে জনাই শুভেচ্ছা ও সালাম (আসসালামু....কুম)। কোন অনুষ্ঠানে এটি আমার দেয়া জীবনের প্রথম বক্তৃতা। আমি আনন্দিত বৃত্তি বিজয়ী সন্তানদের অভিভাবকদের মাঝে আমার আব্বু-আস্মুর মুখদুটো দেখতে পেয়ে। আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি, যারা আমাকে এই বৃত্তির জন্য যোগ্য করে তুলেছেন।

আমি শরীয়তপুরের সৃজনশীল বিদ্যাপীঠ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ à§« পেয়ে উত্তীর্ণ হয়েছি। ৬ষ্ঠ শ্রেণিতে আমি ঢাকার আইডিয়াল স্কুল এণ্ড কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। সেখানে কিছুদিন ক্লাস করার পরে আমার সুযোগ হয় ভিকারুননিসা নূন স্কুল এন্ড à¦•লেজের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার। পরবর্তীতে সেখানেও আমি চান্স পেয়ে নিজের শুভাকাঙ্ক্ষীদের সন্তুষ্ট করতে পেরেছি। বর্তমানে আমি ভিকারুননিসায় পড়ছি।

আমি টেলিভিশনে যখন মজিদ-জরিনা স্কুলের বিতর্ক দেখি তখন আনন্দিত হই। এই প্রতিষ্ঠানটি একদিন শরীয়তপুরকে সর্বত্র প্রতিনিধিত্ব করবে বলে আমি আশা প্রকাশ করি। যেখান থেকে আমরা আরো অনেক আইজিপি শহীদুল হক পাব। যারা জাতীয় ও বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দৃপ্ত গলায় উচ্চারণ করবে- I say my name loud & proud from Bangladesh.

আমি যখন কারো সঙ্গে পরিচিত হই তখন আমার বাবা, আত্মীয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের নামে পরিচিত হই। সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন- একদিন আমি নিজেই সবার 'পরিচয়' হতে পারি। যারা আমাকে এতক্ষণ শুনলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনার প্রার্থনায় আমায় স্থান দেবেন। আসসালামু....কুম।”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon