শিরোনামবক্তৃতা:
সম্প্রতি পুলিশের সাবেক আইজিপি একে এম শহীদুল হক নিজের প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে আত্মবিশ্বাসী এক বক্তব্য রাখেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহবুবা খান ঐশী। চলতি বছরের শুরুর দিকে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বিজয়ী হন তিনি। গত ২৫ অক্টোবর বিকেলে শরীয়তপুরে দেওয়া ওই বক্তব্যটি পাঠকদের জন্য তুলে ধরা হল-
“বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষার্থী ভাই ও বোনেরা, অভিভাবকবৃন্দ ও সমবেত সুধীমন্ডলী সবাইকে জনাই শুভেচ্ছা ও সালাম (আসসালামু....কুম)। কোন অনুষ্ঠানে এটি আমার দেয়া জীবনের প্রথম বক্তৃতা। আমি আনন্দিত বৃত্তি বিজয়ী সন্তানদের অভিভাবকদের মাঝে আমার আব্বু-আস্মুর মুখদুটো দেখতে পেয়ে। আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি, যারা আমাকে এই বৃত্তির জন্য যোগ্য করে তুলেছেন।
আমি শরীয়তপুরের সৃজনশীল বিদ্যাপীঠ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। ৬ষ্ঠ শ্রেণিতে আমি ঢাকার আইডিয়াল স্কুল এণ্ড কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। সেখানে কিছুদিন ক্লাস করার পরে আমার সুযোগ হয় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার। পরবর্তীতে সেখানেও আমি চান্স পেয়ে নিজের শুভাকাঙ্ক্ষীদের সন্তুষ্ট করতে পেরেছি। বর্তমানে আমি ভিকারুননিসায় পড়ছি।
আমি টেলিভিশনে যখন মজিদ-জরিনা স্কুলের বিতর্ক দেখি তখন আনন্দিত হই। এই প্রতিষ্ঠানটি একদিন শরীয়তপুরকে সর্বত্র প্রতিনিধিত্ব করবে বলে আমি আশা প্রকাশ করি। যেখান থেকে আমরা আরো অনেক আইজিপি শহীদুল হক পাব। যারা জাতীয় ও বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দৃপ্ত গলায় উচ্চারণ করবে- I say my name loud & proud from Bangladesh.
আমি যখন কারো সঙ্গে পরিচিত হই তখন আমার বাবা, আত্মীয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের নামে পরিচিত হই। সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন- একদিন আমি নিজেই সবার 'পরিচয়' হতে পারি। যারা আমাকে এতক্ষণ শুনলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনার প্রার্থনায় আমায় স্থান দেবেন। আসসালামু....কুম।”
আরও পড়ুন আপনার মতামত লিখুন
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????
??????? ?????? ??? ??? ???
???????????? ?????????????? ??????? ?? ???? ???? ???!
???? ????? ???? ???? ??????? ???? ??? ??????????
???? ??? ???? ?????? ????? ??? ??? ?????? ??????? ???????
??????? ?????????
?????????? ?? ?????
??????? ?????????????? ?????? ???????????? ?????????? ??????? ?????????????
?????? ???????? ???? ??????
???????? ??? ?????, ????????? ????????? ???? ??? ?????
?????? ????? ?????? ???? ???? ?????