Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

নতুন কমিটি

ঢাবি নাট্য সংসদের সভাপতি মুন্না, সম্পাদক কৌশিক

ঢাবি প্রতিনিধি
রবিবার, ০৩ নভেম্বর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের নতুন সভাপতি হয়েছেন মনিরুজ্জামান মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন দিগার মোঃ কৌশিক। ২ নভেম্বর, শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সানোয়ারুল হক সনি এবং সাধারণ সম্পাদক ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজের স্থলাভিষিক্ত হলেন তারা।

 à§© নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে কর্মসূচী পালনের মাধ্য দিয়ে নতুন এ কমিটি তাদের কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে। নব নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মুন্না বলেন, ‍“সবাইকে সঙ্গে নিয়ে বিশুদ্ধ শিল্পচর্চার মাধ্যমে প্রাণের সংগঠনকে বহুদূর এগিয়ে নিতে চাই। আমরা দেশের সংস্কৃতিকে  à¦›à¦¡à¦¼à¦¿à¦¯à¦¼à§‡ দিতে চাই সর্বত্র।”

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। নব্বইয়ের দশকে ডাকসু বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চার অচলায়তন ভাঙ্গে নাট্য সংসদ। ইতোমধ্যে সংগঠনটির ব্যানারে ৭টি নাটক প্রযোজনা ও ৪টি নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon