Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

সভাপতি শাহিদিন, সম্পাদক সাজ্জাদ ও দ্বীন ইসলাম

মুহসীন হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি

ঢাবি প্রতিনিধি
শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের বিতর্ক সংগঠন মুহসীন হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন সমাজকল্যাণ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান শাহিদিন এবং যৌথভাবে সাধারণ সম্পাদক হয়েছেন ফারসি ভাষা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী দ্বীন ইসলাম ও ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন রনি। 

৭ নভেম্বর সন্ধ্যায় ক্লাবের মডারেটর আইনুল ইসলাম এই কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য হল ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা।

২১ সদস্যের এই কমিটিতে অন্যান্যদের মধ্যে আরো রয়েছেন রুবায়েত, জনি, শামীম, ফুয়াদ, মেহেদি, মুন্না, নাবিল, সাদিক, জয়নাল ও জুম্মান।

ডিবেটিং ক্লাবের মডারেটর নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিতর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। নতুন কমিটির পক্ষ থেকেও মুহসীন হল ডিবেটিং ক্লাবের সার্বিক কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করার পাশাপাশি জ্ঞান চর্চার বিষয়টি চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ক্লাবটি বাংলাদেশের বিতর্ক আন্দোলনের একটি শক্তিশালী সংগঠন  হিসেবে কাজ করে আসছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পাশাপাশি বিদেশের মাটিতেও ক্লাবটির বিতার্কিকরা একাধিকবার দেশকে প্রতিনিধিত্ব করেছে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon